ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মিটফোর্ড হাসপাতালের পরিচালকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

মিটফোর্ড হাসপাতালের পরিচালকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

বিক্ষোভরত কর্মচারীরা। ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ১৭:০৬

নারী কর্মচারীকে মারধরের অভিযোগে মিটফোর্ড হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাজহারুল ইসলামের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে হাসপাতালের কর্মচারীরা। 

বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বারোটা পর্যন্ত একটানা বিক্ষোভ করেন হাসপাতালটির কর্মচারীরা। হাসপাতালের কর্মচারী সমিতির সভাপতি মোজাফফর হোসেন বাবুলের নেতৃত্বে ১০০ কর্মচারী এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। 

কর্মচারীরা অভিযোগ করে জানান, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাজহারুল ইসলাম তাহমিনা বেগম নামে এক পরিচ্ছন্নতা কর্মীকে হাতে থাকা বেত দিয়ে মারধর করেন। তাহমিনা হাসপাতালের দুই নম্বর ভবনের অষ্টম তলায় ডিউটি করেন।   

তাহমিনা জানান, কোনো কারণ ছাড়াই পরিচালক স্যার তাকে মারধর করেন। তার গলায় থাকা আইডি কার্ড ছিনিয়ে নেন এবং বলেন তাকে সাময়িকভাবে বরখাস্ত করতে হবে। 

তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে হাসপাতাল পরিচালক বলেন, তাকে বেত দিয়ে আঘাত করা হয়নি। বেত দেখিয়ে ভয় দেখানো হয়েছে। মারধরের বিষয়টি মিথ্যা। 

পরে মারধরের বিষয়টি হাসপাতাল ছড়িয়ে পড়লে, কর্মচারীরা যার যার অবস্থান থেকে নিচে নেমে এসে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতিবেগতিক দেখে হাসপাতাল পরিচালক সেনাবাহিনীর একটি টিম হাসপাতালে মোতায়েন করেন। 

হাসপাতাল পরিচালক আরও বলেন, তাহমিনার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তিনি তখন আইডি কার্ড ছাড়া ছিলেন। এই কারণে তাকে দালাল হিসেবে ধরা হয়েছিল। পরে তার কার্ড আছে বলে তাকে ছেড়ে দেওয়া হয়। 

চতুর্থ শ্রেণির শ্রমিক সমিতির সভাপতি মোজাফফর হোসেন বাবুল জানান, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সব কর্মচারীরা নিজেদের কর্মস্থল খালি করে পরিচালকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করবে।

আরও পড়ুন

×