ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পান্থকুঞ্জে ৩ উপদেষ্টা 

সড়ক উপদেষ্টার কথায় উত্তেজনা, গাড়ি আটকে পরিবেশকর্মীদের ক্ষোভ

সড়ক উপদেষ্টার কথায় উত্তেজনা, গাড়ি আটকে পরিবেশকর্মীদের ক্ষোভ

পান্থকুঞ্জ পার্কে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণ বন্ধের দাবিতে পরিবেশকর্মীদের অবস্থান কর্মসূচি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪ | ২৩:২৪

রাজধানীর কারওয়ান বাজার সংলগ্ন পান্থকুঞ্জ পার্কে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণ বন্ধের দাবিতে পরিবেশকর্মীদের চলা লাগাতার অবস্থান কর্মসূচির ১১তম দিনে তিন উপদেষ্টা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সোমবার বিকেলে অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান পান্থকুঞ্জ পার্কে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। আলোচনায় কোনো সমাধান না হওয়ায় এক পর্যায়ে উপদেষ্টা ফাওজুল কবির সেখান থেকে চলে যেতে চান। কিন্তু আন্দোলনকারীরা প্রায় ১০ মিনিট তাঁর পথ আটকে রাখেন। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে উপদেষ্টাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান পরিস্থিতি শান্ত করেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের র‍্যাম্প পান্থকুঞ্জ পার্ক দিয়ে নামবে কিনা, সে বিষয়ে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশ্বাস দেন পরিবেশ উপদেষ্টা। 

এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার বসাতে পার্কের একাংশ দখল করা হয়। ছয় বছর ধরে পার্কটি জনসাধারণের জন্য বন্ধ ছিল। নগরবাসীর আশা ছিল অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পার্কটি রক্ষা পাবে। কিন্তু উল্টো পান্থকুঞ্জ পার্কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নামানোর জন্য অবশিষ্ট থাকা অনেক গাছ সম্প্রতি কেটে ফেলা হয়েছে। পার্ক রক্ষার দাবিতে ‘বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন’ এর ব্যানারে টানা ১১ দিন অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পরিবেশকর্মীরা। এমন পরিস্থতিতে তিন উপদেষ্টা পান্থকুঞ্জ পার্কে গিয়ে আন্দোলনকার্মীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় আন্দোলনকারীরা পান্থকুঞ্জ পার্কে র‍্যাম্প নামানোর সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। 

আন্দোলনকারীদের অনড় সিদ্ধান্তে মনঃক্ষুণ্ন হয়ে উপদেষ্টা ফাওয়াজুল কবির খান বলেন, ‘একটা সিদ্ধান্ত হয়ে গেছে। এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার থেকে পলাশী অংশ নির্মাণ বন্ধ সম্ভব নয়। এখন গাছ রেখেই কীভাবে উন্নয়ন কাজ করা যায় তা আমরা চিন্তা করবো। আপনারা বোঝার চেষ্টা করেন। এখানে যা হয়ে গেছে তা মানতে হবে। আমি যা বলবো, তা শুনবেন। না শুনলে আমি চলে যাব।’ এরপর উত্তেজনা তৈরি হলে তিনি গাড়িতে উঠে ঘটনাস্থল থেকে চলে যেতে চান। কিন্তু আন্দোলনকারীরা প্রায় ১০ মিনিট তাঁর পথ আটকে রাখেন। উপদেষ্টার গাড়ির সামনে প্ল্যাকার্ড হাতে নিয়ে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের আহ্বায়ক আমিরুল রাজীব বলেন, ‘আপনি আমাদের সঙ্গে এমন আচরণ করতে পারেন না। এখানে আমরা তথ্য উপাত্ত তুলে ধরেছি। তাহলে কেন আপনি আমাদের সঙ্গে কথা না বলে রাগ করে চলে যাবেন। আমরা আপনাদের সম্মান করে এতদিন এখানে অপেক্ষা করছি। আপনারা কেউ আসেননি। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী দিয়ে পেটানোর হুমকি দিয়েছেন। কার স্বার্থে আপনি এখান থেকে চলে যাবেন। আমরা এখান থেকে আপনাকে যেতে দেব না। এটা আর রাগের দেশ নেই।’

এমন পরিস্থতিতে উপদেষ্টা রিজওয়ানা হাসান আন্দোলনকারীদের শান্ত করার চেষ্টা করেন। কিন্তু আন্দোলনকারীরা সড়ক ও পরিবহন উপদেষ্টাকে গাড়ি থেকে নেমে কথা বলার দাবি জানান। এ সময় প্ল্যাকার্ড হাতে তেঁতুলতলা মাঠ রক্ষা আন্দোলনের সমন্বয়ক সৈয়দা রত্না সড়ক উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি গাড়ি থেকে নেমে আমাদের সঙ্গে কথা বলুন। হয় আমাদের দাবি মানবেন, না হলে পদত্যাগ করুন।’

এক পর্যায়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও আদিলুর রহমান আন্দোলনকারীদের সঙ্গে বৃহস্পতিবারের মধ্যে আলোচনায় বসার আশ্বাস দেন। সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকার কথাও বলেন তারা। আন্দোলনকারীরা সেটি মেনে নিয়ে সড়ক উপদেষ্টার গাড়ি ছেড়ে দেন।

উপদেষ্টা রিজওয়ানা হাসান আলোচনার আশ্বাস দিয়ে বলেন, ‘এই পার্কে সবুজায়ন কীভাবে বাড়ানো যায় তা নিয়ে আমরা আলোচনা করব এবং বৃহস্পতিবার আরেকটি বৈঠক করে সমাধানের পথ খুঁজে বের করব।’

বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সমন্বয়ক আমিরুল রাজিব বলেন, আলোচনার আশ্বাস তাঁরা পেয়েছেন। এখন আলোচনা চলবে। তবে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাঁরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করবেন না।

আনোয়ারা পার্ক রক্ষার দাবি: এদিকে আন্দোলনকারীরা ফার্মগেটের আনোয়ারা পার্কও রক্ষার দাবি জানিয়ে আসছেন। পান্থকুঞ্জে যাওয়ার আগে তিন উপদেষ্টা আনোয়ারা পার্কও পরিদর্শন করেছেন। আনোয়ারা পার্কের বিষয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পুরো পার্কটাকে খালি করে দেওয়া হবে। এই পার্কে সবুজ কেমন করে ফিরিয়ে আনা হবে, তার জন্য ওপেন ডিজাইন আহ্বান করা হবে। এই ডিজাইন আপনাদের (আন্দোলনকারী) সঙ্গে শেয়ার করা হবে।

আরও পড়ুন

×