আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণ
৩ মাসের শিশু রেখে চলে গেলেন মা

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯:০৯
ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শারমিন মারা গেছেন। বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান। তিনি বলেন, শারমিনের শরীরের ৪২ শতাংশ পুড়ে গিয়েছিল।
মৃত শারমিনের সুমাইয়া নামে ৩ মাসের মেয়ে রয়েছে।
শুক্রবার রাত সাভারের আশুলিয়ায় বাসাবাড়ির রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়। এতে নারী ও শিশুসহ দগ্ধ হন ১১ জন।
- বিষয় :
- রাজধানী
- বার্ন ইনস্টিটিউট
- মৃত্যু