কাজী হোসনে আরা বেগম মারা গেছেন

কাজী হোসনে আরা বেগম
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫ | ২১:৫৮
রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক কাজী হোসনে আরা বেগম (৭৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, তিনি দীর্ঘদিন পারকিনসন ও বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। দুই ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
দুপুরে ধানমণ্ডি মসজিদ-উত্ তাকওয়ায় জানাজার পর তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
- বিষয় :
- মারা গেছেন