গাজায় গণহত্যা বন্ধের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা স্থগিত

ছবি-সংগৃহীত
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫ | ০২:৫৩
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংহতি প্রকাশ করে আগামীকাল সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। আগামীকালকের স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
এদিকে বিশ্বব্যাপী আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে দুপুর থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।
সন্ধ্যার মধ্যে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক বিভাগ থেকে ক্লাস বর্জন করে স্পষ্ট বিবৃতি দেওয়া হয়। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইসলামিক স্টাডিজ, যোগাযোগ বৈকল্য, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং, মনোবিজ্ঞান, আরবি, সমাজবিজ্ঞান, আইন, রাষ্ট্রবিজ্ঞান, ফিন্যান্স, চারুকলা অনুষদসহ বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট রয়েছে।
এদিকে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের আগ্রাসন ও ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এরপর তারা ফিলিস্তিনের শহীদদের জন্য গায়েবানা জানাজা আদায় করেন। মিছিল থেকে ইসরায়েল নিপাত যাওয়ার স্লোগান দেন তারা।
আগামীকাল বিকেল ৪ টায় ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীনতার দাবিতে সমাবেশ আহ্বান করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে বিকেল ৪টায় সংহতি এবং বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হবে।
- বিষয় :
- ঢাকা বিশ্ববিদ্যালয়
- গাজা
- গণহত্যা
- প্রতিবাদ