‘গণমাধ্যম কর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে’

ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫ | ১৬:১১
স্বাধীন গণমাধ্যম গণতন্ত্রের অন্যতম বড় শক্তি। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ঝুঁকিতে রেখে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়, গণন্ত্রণের বিকাশও সম্ভব নয়। এ বাস্তবতায় গণমাধ্যম কর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ড. সুজান ভাইজ।
গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা উন্নয়ন সংক্রান্ত এক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার এসব কথা বলেন তিনি।
ড. ভাইজ মনে করেন, গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা কেবল তাদের কল্যাণের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা সংরক্ষণের জন্যও গুরুত্বপূর্ণ।
রাজধানীর ইকবাল রোডে ওয়াইডব্লিউসিএ প্রশিক্ষণ কেন্দ্রে যৌথভাবে এ আয়োজন করেছে ইউনেস্কো-আইপিডিসি এবং নিউজ নেটওয়ার্ক। সরকারি এবং বেসরকারি উভয় সংস্থাকে গণমাধ্যম কর্মীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরিতে সহযোগিতা করার আহ্বান জানান ড. সুজান ভাইজ।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা গণমাধ্যমকর্মীদের ওপর হুমকি এবং তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের দায়মুক্তি বন্ধ করার জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুজ্জামান এবং ঢাকায় ইউনেস্কোর যোগাযোগ ও তথ্য খাতের প্রধান নূরে জান্নাত প্রমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম।
- বিষয় :
- গণমাধ্যমকর্মী