ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রাজধানীতে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, যাত্রী-চালক হাসপাতালে 

রাজধানীতে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, যাত্রী-চালক হাসপাতালে 

ঈগল পরিবহনের একটি বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে অটোরিকশাটি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৫ | ১৪:২৫

বরিশাল থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে সিএনজিচালিত একটি অটোরিকশা। গুরুতর আহত অবস্থায় অটোরিকশার যাত্রী ও চালককে হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার সকালে রাজধানীর বাসাবো বৌদ্ধমন্দির সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

সবুজবাগ থানার ওসি মোহাম্মদ ইয়াসিন সমকালকে জানান, মুগদার দিক থেকে ঈগল পরিবহনের একটি বাস খিলগাঁওয়ের দিকে যাচ্ছিল। বেলা ১২টার দিকে বাসটি বাসাবো বৌদ্ধ মন্দিরের কাছে সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশার চালক আহত হন। তাকে মুগদা হাসপাতাল চিকিৎসা দেওয়া হচ্ছে। বাসটির মালিকপক্ষের লোকজন এসেছে। তারা আহত ব্যক্তির চিকিৎসা খরচ দিচ্ছে। দুই পক্ষ আপস করে নেবে বলে জানা গেছে।

আরও পড়ুন

×