রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালালেই ডাম্পিং : ডিএমপি কমিশনার

ছবি: ডিএমপি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২০ | ১২:২৩
রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালালেই গাড়ি ডাম্পিং করার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে ডিএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে পরিবহন মালিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ডিএমপির ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনারদের এ নির্দেশ দেন তিনি।
ডিএমপি কমিশনার বলেন, রাস্তায় চাঁদাবাজি করলে গ্রেপ্তার করতে হবে। রাস্তায় কোনো ধরনের চাঁদা উঠানো যাবে না। তবে মালিক ও শ্রমিক সংগঠনের পরিচালনা ব্যয় নির্বাহের জন্য নির্ধারিত সার্ভিস চার্জ উঠানো যাবে। চালকদের আইন মানার ক্ষেত্রে সচেতন করতে হবে।
সভায় পরিবহন মালিক সমিতির নেতারা রাজধানীর ট্রাফিক শৃঙ্খলায় করণীয় সম্পর্কে আলোচানা করেন। পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে মালিকদের সহযোগিতা কামনা করেন।