'চুক্তি বাস্তবায়ন না হওয়ায় অস্থিতিশীল হচ্ছে পাহাড়'

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২০ | ০৯:৪৪
পার্বত্য চুক্তির ২৩ বছরেও পাহাড়ে হানাহানি ও রক্তপাত বন্ধ হয়নি। পাহাড়কে অশান্ত রেখে একুশ শতকের সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। চুক্তি বাস্তবায়নে আরও কালক্ষেপন হলে মানুষের মধ্যে হতাশা তৈরি হবে। আর এই হতাশা পরবর্তীতে ক্ষোভে রূপ নেবে। সবাই মিলে পার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হোক।
শনিবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে 'চুক্তির শতভাগ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে পদযাত্রা' শেষে বক্তারা এসব কথা বলেন। জাতীয় নাগরিক উদ্যোগ এ পদযাত্রার আয়োজন করে।
সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৌরভ শিকদার। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. রোবায়েত ফেরদৌস।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি এবং বাংলাদেশ ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় সদস্য মোস্তফা আলমগীর রতন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ড. জোবাইদা নাসরীণ কণা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. খায়রুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ। এছাড়াও অডিও সংযোগে সংহতি বক্তব্য রাখেন লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।
সৈয়দ আবুল মকসুদ বলেন, যদি তিনটি মৌলিক ধারাও বাস্তবায়িত হতো তাহলে এই ২৩ বছরে বাকি সবগুলো ধারা বাস্তবায়িত হতো। কিন্তু প্রথম কয়েক বছরে শান্তি চুক্তি বাস্তবায়নের যে অগ্রগতি ছিল তা এখন থমকে আছে। এই থমকে থাকার কারণ যদি রাষ্ট্র পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা না হয়, তাহলে পাহাড়ের মানুষের মধ্যে হতাশা ও ক্ষোভ সৃষ্টি হওয়াটা স্বাভাবিক। আর এই হতাশা পরবর্তীতে ক্ষোভে রূপ নেবে বলেও মনে করেন তিনি।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, পাহাড়ের আদিবাসী, অ-আদিবাসী, গরীব বাঙালি, কৃষক, মাঝি থেকে শুরু করে প্রান্তিক মানুষের সংগ্রামকে কেবল মাত্র চোখ দিয়ে নয়, অন্তদৃষ্টি দিয়ে দেখতে হবে।
ড. জোবাইদা নাসরীন বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির মধ্য দিয়ে পাহাড়ের সবচেয়ে ক্ষমতাশালী সংস্থা হওয়ার কথা ছিল পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। কিন্তু চুক্তির ২৩ বছর পর দেখা যাচ্ছে আঞ্চলিক পরিষদকে ক্ষমতাহীন করে রাখা হয়েছে।
- বিষয় :
- পার্বত্য চুক্তি
- পাহাড়