ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঢাবি এলাকায় যুবককে ছুরিকাঘাত করে টাকা-ফোন ছিনতাই

ঢাবি এলাকায় যুবককে ছুরিকাঘাত করে টাকা-ফোন ছিনতাই

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২১ | ০৮:০৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের সামনে এক যুবককে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন কেড়ে নিয়েছে ছিনতাইকারীরা। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে আহত জহিরুল ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

শাহবাগ থানার ওসি মোহাম্মদ মামুন অর রশিদ সমকালকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ভুক্তভোগী যুবকের সঙ্গে কথা বলেছে। ছিনতাইকারীরা একটি সিএনজিচালিত অটোরিকশায় ছিল। আর জহিরুল ইসলাম হেঁটে যাচ্ছিলেন। তার পথরোধ করে সঙ্গে থাকা টাকা-ফোন কেড়ে নেওয়ার চেষ্টা চালায় ছিনতাইকারীরা। যুবক বাধা দিলে তাকে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার কাছে থাকা আনুমানিক ৫০০ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ছিনতাইকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অবস্থায় রাস্তায় পড়েছিলেন জহিরুল। তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান রেজাউল মিয়া নামে এক পথচারী। তিনি সাংবাদিকদের জানান, সুফিয়া হলের সামনে পড়ে থাকতে দেখে জহিরুলকে হাসপাতালে নিয়ে আসেন। তার দুই পা ও পেটে রক্তাক্ত ক্ষত ছিল। তিনি সেগুনবাগিচায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কাজ করেন। সেখান থেকে হেঁটে ফেরার পথে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

×