ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২১ | ০৩:০৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শর্তহীন মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার কারাবন্দির ৩ বছর উপলক্ষে আয়োজিত সমাবেশ শেষে তারা এ মিছিল বের করেন। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে হাইকোর্টের সামনে দিয়ে পল্টন মোড় হয়ে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সিনিয়র সহ- সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ, সহ- সভাপতি মামুন খান, পার্থ দেব মণ্ডল, মাজেদুল ইসলাম রুম্মন, মাহমুদুল হাসান বাপ্পী, ওমর ফারুক কাওসার, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, যুগ্ন সম্পাদক মাইনুদ্দিন রাজু, তানজিল হাসান, আরিফুল ইসলাম, নিজাম উদ্দিন রিপন, মারুফ এলাহি রনি, মাহাবুব হোসেন, সহ- সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাখাওয়াত হোসেন প্রমুখ।

আরও পড়ুন

×