বিট কয়েন কেনা-বেচা চক্রের হোতা হামিমসহ গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২১ | ০৩:৪৬ | আপডেট: ২০ জুন ২০২১ | ০৭:৪৯
রাজধানীর দারুস সালাম এলাকা থেকে অবৈধ বিট কয়েন কেনাবেচা চক্রের অন্যতম হোতা হামিমসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান এ তথ্য জানান। খবর বাসসের
তিনি বলেন, শনিবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে অবৈধ বিট কয়েন ক্রয়-বিক্রয় চক্রের অন্যতম হোতা হামিমসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।