মতিঝিলে শিল্প ভবনে অগ্নিকাণ্ড

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২২ আগস্ট ২০২১ | ০২:০২
রাজধানীর মতিঝিলে শিল্প ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ৯১ নম্বর মতিঝিলের শিল্প ভবনে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহজাহান সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুনে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ভবনটিতে তল্লাশি করে চলে আসেন।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
- বিষয় :
- শিল্প ভবন
- অগ্নিকাণ্ড
- মতিঝিল