ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শ্রমজীবীদের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করতে হবে: সাইফুল হক

শ্রমজীবীদের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা করতে হবে: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১ | ১১:৩২ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২১ | ১১:৩২

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার ও মালিকরা শ্রমিকদের কেবল উৎপাদন বাড়াতে বলেন, কিন্তু তাদের অধিকার দেন না। তারা শ্রমিকদের গণতান্ত্রিক ও মানবিক অধিকারের স্বীকৃতিও দেন না। অধিকার ও মুক্তি অর্জনে শ্রমজীবী-মেহনতিদের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার আশুলিয়ার শ্রীপুরে দলের আঞ্চলিক অফিস চত্বরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির প্রতিনিধি সম্মেলনে সাইফুল হক এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার ও মালিকদের একটি বড় অংশ শ্রমিকদের উৎপাদনযন্ত্রের বেশি কিছু মনে করেন না। সামগ্রিক জাতীয় উৎপাদনে শ্রমজীবী-মেহনতি মানুষের উপযুক্ত মূল্যায়ন ও মর্যাদা নেই।

সরকারের উদ্দেশে সাইফুল হক বলেন, বর্তমান দুর্মূল্যের বাজারে শ্রমিকদের টিকে থাকার জন্য বাঁচার মতো মজুরি নির্ধারণ ও রেশন ব্যবস্থা চালু করতে হবে। জরুরিভিত্তিতে শ্রমিকদের জন্য মহার্ঘ্য ভাতা চালু করতে হবে।

শ্রমিক নেতা অরবিন্দু বেপারী বিন্দুর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আবু হাসান টিপু, কেন্দ্রীয় নেতা এপোলো জামালী, সাইফুল ইসলাম, ডা. মনোয়ার হোসেন, শ্রমিক নেতা নাঈম খান, খোরশেদ আলম, শামীম হোসেন, এম এ আউয়াল, মোহাইমিনুল হক, বিপ্লবী চলচ্চিত্র সংহতির সভাপতি আজিজ টিপু, সাধারণ সম্পাদক খায়রুল বাসার হিরন প্রমুখ।

সম্মেলনে অরবিন্দু বেপারী বিন্দুকে সভাপতি ও ডা. মনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন

×