মোটরসাইকেলের কাগজপত্র নিতে ঢাকায় এসে প্রাণ গেল আলামিনের

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২ | ০৯:০৪ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ | ০৯:০৪
কিস্তিতে কেনা মোটরসাইকেলের কাগজপত্র বুঝে নিতে নরসিংদী থেকে ঢাকায় এসেছিলেন আলামিন মিঞা (৩৫)। কাজ সেরে দ্রুতই বাড়িতে ফেরার কথা ছিল তার। তবে তা আর হয়নি। এর আগেই খিলক্ষেতের কুড়াতলী এলাকায় তেলবাহী লরির ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। পরে তাকে চাপা দিয়ে এগিয়ে যায় লরিটি।
মর্মান্তিক এ ঘটনা ঘটেছে সোমবার সকালে।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বির আহমেদ সমকালকে বলেন, ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। দুর্ঘটনায় দায়ী লরিটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে। সেই মামলায় চালককে গ্রেপ্তার দেখানো হবে।
পুলিশ সূত্র জানায়, নরসিংদীর রায়পুরায় থাকতেন আলামিন। তিনি সেখানে ছোটখাটো ব্যবসা করতেন। সোমবার সকালে তিনি ও তার পরিচিত এক ব্যক্তি একই মোটরসাইকেলে ঢাকায় আসেন। সকাল সাড়ে ৯টার দিকে কুড়াতলী ফ্লাইওভারের নিচে তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় বেপরোয়া গতির একটি লরি। এতে তার সঙ্গী বড় ধরনের আঘাত পাননি বলে জানা গেছে। তিনি মোটরসাইকেল নিয়ে চলে গেছেন।
খিলক্ষেত থানার এসআই মোশারফ হোসেন সমকালকে বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি নিটল-টাটা থেকে কিস্তিতে কিনেছিলেন আল-আমিন। সবগুলো কিস্তি শোধও করেছিলেন। সোমবার তিনি এসেছিলেন প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে মোটরসাইকেলের কাগজপত্র বুঝে নেওয়ার জন্য। খিলক্ষেতে সেই কার্যালয়ে আসার পথেই তিনি দুর্ঘটনায় নিহত হন। তার বাবার নাম ওমর আলী, মা হাজেরা বেগম। আল-আমিনের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
এর আগে ৩ ডিসেম্বর রাতে বিমানবন্দর সড়কের কাওলা এলাকায় লরির ধাক্কায় নিহত হন গ্রীন ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র মাহাদী হাসান লিমন। তিনি মোটরসাইকেলে উত্তরায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। একই রাতে রাজধানীর কলেজগেট এলাকায় ট্রাকচাপায় এমদাদ হোসেন নামে এক সংবাদকমকর্মী নিহত হন। তিনি চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।
এ ছাড়া ২৪ নভেম্বর গুলিস্তানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লাবাহী ট্রাকের চাপায় নিহত হন নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসান। পরদিন পান্থপথে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ময়লার ট্রাকের ধাক্কায় আহসান কবির খান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
- বিষয় :
- নিহত
- সড়ক দুর্ঘটনা
- কিস্তি
- কাগজপত্র
- মোটরসাইকেল আরোহী
- ঢাকা