ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

এমপি শিমুলের গ্রেপ্তার দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

এমপি শিমুলের গ্রেপ্তার দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

ছবি: সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ০৮:১৭ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২২ | ০৮:১৭

বিদেশে অর্থ পাচার করে বাড়ি কেনার অভিযোগে নাটোরের এমপি শফিকুল ইসলাম শিমুলকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সংগঠনের নেতারা বলেছেন, ওই সংসদ সদস্যসহ পানামা ও প্যারাডাইস পেপার্সে প্রকাশিত অর্থ পাচারকারীদের তালিকায় যাদের নাম এসেছে সবাইকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশে এই দাবি জানানো হয়।

বক্তারা বলেন, দেশে দুর্নীতি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ ছাড়া সার্বিক উন্নয়ন সম্ভব নয়। কতিপয় দুর্নীতিবাজের কারণে সরকারের বদনাম হচ্ছে এবং দেশের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে। জনগণের টাকা লুটে যারা বিদেশে অর্থ পাচার করে বেগমপাড়া বানায় তারা দেশপ্রেমিক হতে পারে না। এমপি শিমুলসহ অন্যান্য দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীকে চিহ্নিত করে কঠোরভাবে দমন করতে হবে।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মঞ্চের উপদেষ্টা রুহুল আমিন মজুমদার, জহির উদ্দিন জালাল, নির্মল চন্দ্র দাস, আবদুস সাত্তার, ভাস্কর্য শিল্পী রাশা, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সনেট মাহমুদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মাহিম প্রমুখ।

আরও পড়ুন

×