ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

২৪৮ রানে অলআউট বাংলাদেশ

২৪৮ রানে অলআউট বাংলাদেশ

ছবি- ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ১৯:০৮

প্রথম ওয়ানডের মতোই দ্বিতীয় ম্যাচেও ভালো শুরু পেয়েছিল বাংলাদেশ। কিন্তু লোয়ার মিডল অর্ডারের ব্যর্থতায় বড় স্কোর গড়তে ব্যর্থ হলো টাইগাররা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করে ৪৫.৫ ওভারে ২৪৮ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। ইনিংসের ভিত্তি গড়েন দুই ফিফটিকার পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র ৯ রান করে ফিরে যান। তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ১৪ রানের বেশি করতে পারেননি। তবে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ধরে রাখেন এক প্রান্ত। ৬৯ বলে ৬৭ রানের দারুণ ইনিংস খেলেন এই বাঁহাতি ব্যাটার। কিন্তু তার বিদায়ের পর হঠাৎ করেই ব্যাটিং বিপর্যয় নামে।

পারভেজের বিদায়ের পরপরই দ্রুত ফেরেন মেহেদী হাসান মিরাজ (৯)। এরপরও কিছুটা আশা জাগান তাওহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারী। কিন্তু শামীম থিতু হয়ে ফিরে যান ২২ রানে। এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন হৃদয় ও জাকের আলী অনিক। ষষ্ঠ উইকেটে আসে ৪৫ রানের জুটি।

তাওহিদ হৃদয় ৬৯ বলে ৫১ রানের ইনিংসে তুলে নেন ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে ফিফটি। কিন্তু সেট হওয়ার পরও ইনিংসটা বড় করতে পারেননি। দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় রানআউট হন তিনি। তার বিদায়ের পর দ্রুত ভেঙে পড়ে বাংলাদেশ। মাত্র ১৪ রানের মধ্যে ৪ উইকেট হারায় লাল-সবুজরা।

শেষদিকে কিছুটা ঝড় তোলেন তানজিম হাসান সাকিব। ২১ বলে ৩৩ রানের ইনিংসে দুটি চার ও দুটি ছক্কা হাঁকান এই তরুণ। তবে তার সেই চেষ্টা বড় সংগ্রহ এনে দিতে পারেনি। মুস্তাফিজুর রহমান (০), তানভীর ইসলাম (৪), হাসান মাহমুদ (০) কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি।

শ্রীলঙ্কার হয়ে সর্বাধিক চার উইকেট শিকার করেন আসিথা ফার্নান্দো। দারুণ বোলিংয়ে তিনটি উইকেট নেন ভানিন্দু হাসারাঙ্গা।

বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন এনেছে। লিটন দাসকে বাদ দিয়ে শামীম পাটোয়ারিকে একাদশে নেওয়া হয়েছে। তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়ে হাসান মাহমুদকে নেওয়া হয়েছে। শ্রীলঙ্কাও দুই পরিবর্তন এনেছে। পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকের জায়গায় একাদশে ঢুকেছেন স্পিনার দুনিথ ভেল্লালাগে। এসান মালিঙ্কার বদলে খেলছেন পেসার দুশমন্ত চামিরা।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, জাকের আলী, শামীম পাটোয়ারি, তানজিম সাকিব, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুষ্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথা আশালঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, দুশমন্ত চামিরা, আসিথা ফার্নান্দো। 

আরও পড়ুন

×