এক বছর পেছাল ভারতের বাংলাদেশ সফর

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫ | ১৯:৪১
চলতি বছরের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। যেখানে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল। তবে এ বছর আর সিরিজটি হচ্ছে না। ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করবে ভারত।
এক বিবৃতিতে শনিবার বিসিবি জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিসিবি ও বিসিসিআই সফরটি ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দুই দলের আন্তর্জাতিক ব্যস্ততা ও পারস্পরিক সুবিধার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিসিবি জানিয়েছে, সিরিজের নতুন সূচি ও ম্যাচের দিনক্ষণ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
- বিষয় :
- বাংলাদেশ-ভারত