খাদ্যপণ্যের আড়ালে আসছে কুশ-এক্সটাসি
ঢাকায় চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

জব্দকৃত মাদক। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪ | ১৮:৪২
রাজধানীতে ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ট্রেট্টাহাইড্রোক্যানাবিনল বা গাঁজার নির্যাসযুক্ত বিভিন্ন ধরনের মাদক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার গুলশান, ভাটারা ও মগবাজার এলাকায় এ অভিযান চালানো হয়। জব্দ মাদকের মধ্যে রয়েছে কুশ, ভেপ, এক্সটাসি, শিশা ও ইয়াবা। অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন– সৈয়দ আনিম আশরাফুল হক, মিজানুর রহমান, মাসুদুর রহমান, অরিন্দম রায়, তুফাইল আহাম্মদ, মোহাম্মদ শোয়াইব ও মোহাম্মদ আহম্মদ।
ডিএনসি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি ঢাকা মহানগর উত্তরের উপপরিচালক শামীম আহম্মেদের নেতৃত্বে সহকারী পরিচালক রাহুল সেনসহ অন্যদের সমন্বয়ে একাধিক দল এ অভিযান চালায়। প্রাথমিকভাবে জানা যায়, উন্নত প্রযুক্তিতে পারদর্শী উচ্চশিক্ষিত ও উচ্চবিত্ত এক দল তরুণ বিদেশ থেকে অত্যাধুনিক মাদক দেশে এনে বিভিন্ন কৌশলে বিক্রি করছেন। এরপর তথ্যানুসন্ধানের ধারাবাহিকতায় মাদক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা আন্তর্জাতিক ডাক ব্যবস্থার মাধ্যমে খাদ্য সামগ্রীর আড়ালে এসব মাদক আমদানি করে আসছিলেন।
জব্দ মাদকের মধ্য রয়েছে– কানাডা থেকে আনা টিএইচসি বা টেট্রাহাইড্রোক্যানাবিনলযুক্ত মাদক (বাণিজ্যিক নাম কুশ) ৭৭২ গ্রাম, যুক্তরাজ্য থেকে আনা মাদক এমডিএমএ (বাণিজ্যিক নাম এক্সটাসি/হ্যাপি ড্রাগ) ১৫০ পিস, কানাডা থেকে আনা টিএইচসিযুক্ত ভেপ কার্টিজ পাঁচটি, ৩৯ কেজি শিশা ও তিন হাজার পিস ইয়াবা।
এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ডিএনসির পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান ও উপপরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় তিনটি মামলা করেছেন।