ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

প্রতিরক্ষায় ২ হাজার ৮২৭ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব

প্রতিরক্ষায় ২ হাজার ৮২৭ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২২ | ১১:৪২ | আপডেট: ০৯ জুন ২০২২ | ১১:৪২

বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪০ হাজার ৩৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ৩৭ হাজার ৫৩৩ কোটি টাকা। এবার ২ হাজার ৮২৭ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, অর্থাৎ মোট বাজেটের ৫ শতাংশ। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য তিনি প্রস্তাবিত এই বাজেট উপস্থাপন করেন।

নিরাপত্তা বিশ্নেষক মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ বলেন, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় প্রতিরক্ষা বাহিনীর সৃষ্টি। দেশ উন্নত হলে স্বার্থান্বেষী মহলের ঝুঁকিও বাড়ে। ভবিষ্যতে সব ধরনের ঝুঁকি ও হুমকি মোকাবিলায় এবং সুনীল অর্থনৈতিক ব্যবস্থা সুসংহত করতে প্রতিরক্ষা খাতের দিকে বিশেষ নজর দিতে হবে। 'ফোর্সেস গোল-২০৩০' শীর্ষক একটি পরিকল্পনা আছে। এর লক্ষ্য শুধু বাহিনীগুলোকে জাতীয় নিরাপত্তায় অভ্যন্তরীণ ও বহিঃস্থ হুমকি মোকাবিলায় যোগ্য করা নয়, একই সঙ্গে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মাধ্যমে বিশ্বব্যাপী নিয়োগেও দক্ষ করে গড়ে তোলা। বিশ্বের অনেক দেশ তাদের মোট জিডিপির ২ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করে। সেই তুলনায় বাংলাদেশে বরাদ্দ এখনও কম।

আরও পড়ুন

×