‘বাণিজ্যের নিয়ম ও পদ্ধতি সহজ করতে হবে’

বুধবার রাজধানীতে বাণিজ্য সহজীকরণবিষয়ক কর্মশালায় বাণিজ্যমন্ত্রীসহ অতিথিরা। ফটো রিলিজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুফল পেতে হলে বাংলাদেশকে ট্রেড ফেসিলিটেশন বা বাণিজ্য সহজীকরণের নীতি ও পদ্ধতি সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে হবে। বুধবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এমন মত দেন।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাপোর্ট টু সাস্টেইনেবল গ্র্যাজুয়েশন প্রকল্প (এসএসজিপি) ও মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য সহজীকরণ সংক্রান্ত আইনগত, প্রশাসনিক ও প্রযুক্তিগত বিষয়ে প্রয়োজনীয় সংস্কারের ক্ষেত্র নিয়েও কর্মশালায় আলোকপাত করা হয়।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল এবং এমসিসিআই সভাপতি সাইফুল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন ইআরডি সচিব শরিফা খান।
বাণিজ্যমন্ত্রী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য প্রস্তুত হতে হলে বাংলাদেশকে ট্রেড ফেসিলিটেশন সংক্রান্ত নীতি ও পদ্ধতিগুলো আবশ্যিকভাবে বাস্তবায়ন করতে হবে। শরিফা খান তাঁর বক্তব্যে বাণিজ্য-সংক্রান্ত বিভিন্ন নিয়ম-কানুন ও পদ্ধতি আরও সহজ ও সমন্বিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।
মো. মোস্তফা কামাল বন্দর ও লজিস্টিকস সংক্রান্ত উন্নয়ন কার্যক্রম আরও সমন্বিত ও সুসংগঠিত উপায়ে বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি জানান, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে সরকার একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে। এর ফলে পণ্য পাঠানো ও খালাসের সময় অনেক কমে আসবে।
এমসিসিআই সভাপতি সাইফুল ইসলাম বলেন, বন্দরের দক্ষতা বাড়াতে হবে। এ প্রেক্ষাপটে তিনি বন্দরের ব্যবস্থাপনা ও পরিচালনার কাজে খ্যাতিসম্পন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে নিয়োজিত করার আহ্বান জানান।
কর্মশালায় বক্তারা দেশে ব্যবসা-বাণিজ্যের ব্যয় কমানো ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে বাণিজ্যের ক্ষেত্রে পদ্ধতিগত যে সময় ব্যয় হয়, তা আরও কমিয়ে আনার সুপারিশ করেন।
কর্মশালায় জানানো হয়, বাণিজ্য-সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে করতে 'সিঙ্গেল উইন্ডো' পদ্ধতি বাস্তবায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ পদ্ধতির মাধ্যমে কার্যক্রম পরিপূর্ণভাবে শুরু হলে সংশ্নিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় সাধন এবং স্বল্প সময়ে সার্বিক প্রক্রিয়া সম্পাদন আরও সহজতর হবে।
কর্মশালার মূল বিষয়বস্তু উপস্থাপনা করেন ইউএস এইডের অর্থায়নে বাস্তবায়নাধীন 'ফিড দ্য ফিউচার বাংলাদেশ ট্রেড একটিভিটি'-এর সিনিয়র কাস্টমস স্পেশালিস্ট মো. রইচ উদ্দিন খান।
- বিষয় :
- ইআরডি