হুন্ডির কারণ যাচাই করতে তিন দেশে যাচ্ছে উচ্চ পর্যায়ের টিম

বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ২২:১৭ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২ | ২২:১৭
বিদেশে শ্রমিক যাওয়া বাড়লেও হুন্ডির প্রবণতা বৃদ্ধির ফলে ব্যাংকিং চ্যানেলে প্রত্যাশিত রেমিট্যান্স আসছে না। হুন্ডি কেন বাড়ছে, তা যাচাই করতে বাংলাদেশি শ্রমিক অধ্যুষিত তিনটি দেশে যাচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের তিনটি দল। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইতালি যাচ্ছেন তাঁরা। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে এসব দলে বাংলাদেশ ব্যাংকের একজন করে নির্বাহী পরিচালক ও বাণিজ্যিক ব্যাংকের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা থাকছেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত বছর ৬ লাখ ৩০ হাজার শ্রমিক বাইরে গেছেন। চলতি বছরের প্রথম ৬ মাসেই বিদেশে গেছেন আরও ৬ লাখ ৫০ হাজার শ্রমিক। এর পরও গত অর্থবছরে রেমিট্যান্স কমে যায় ১৫ শতাংশ। এর অন্যতম কারণ হিসেবে ডিজিটাল হুন্ডির মাধ্যমে সহজে সুবিধাভোগীর হাতে টাকা পৌঁছানোর কিছু তথ্য উঠে এসেছে বিএফআইইউর এক পরিদর্শনে। এ বিষয়ে তৈরি এক প্রতিবেদনে বলা হয়, হুন্ডি চক্রের সদস্যরা বিভিন্ন এমএফএসের এজেন্টশিপ নিয়েছে। তাদের কাছে বিদেশ থেকে শুধু টাকার পরিমাণ ও নম্বর উল্লেখ করে নির্দেশনা আসে। সে আলোকে সুবিধাভোগীর নম্বরে এখান থেকে অর্থ পরিশোধ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের সংশ্নিষ্ট কর্মকর্তারা জানান, সাম্প্রতিক ডলার সংকটের অন্যতম কারণ হিসেবে হুন্ডি প্রবণতা বৃদ্ধিকে চিহ্নিত করা হয়েছে। সরকারি প্রতিনিধি দল তিনটি দেশের বাংলাদেশি প্রবাসী অধ্যুষিত এলাকায় লোকজনের সঙ্গে কথা বলে সমস্যা চিহ্নিত করবে। তাঁরা দেশে ফিরে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়াতে করণীয় বিষয়ে সুপারিশসহ প্রতিবেদন দেবেন। প্রয়োজনে এর আলোকে নীতিমালায় পরিবর্তন আনা হবে। এর আগে ধারাবাহিকভভাবে রেমিট্যান্স কমতে থাকায় ২০১৭ সালে একবার বাংলাদেশ ব্যাংকের তিনটি দল বিভিন্ন দেশে যায়।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের নেতৃত্বে গত শনিবার দিন সদস্যের একটি দল সংযুক্ত আরব আমিরাতে গেছে। গতকাল তাদের দেশে ফেরার কথা। এ দলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব ও ডাচ্-বাংলা ব্যাংকের একজন কর্মকর্তা রয়েছেন। সচিবের নেতৃত্বে ২১ থেকে ২৪ সেপ্টেম্বর আরেকটি দল সৌদি আরব থাকবে। এ দলে থাকছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কাজী রফিকুল হাসান ও ইসলামী ব্যাংকের একজন ডিএমডি। এ ছাড়া ৩ থেকে ৬ অক্টোবর ইতালি অবস্থান করবে আরেকটি দল। সেখানেও প্রবাসীকল্যাণ সচিব নেতৃত্ব দেবেন। সেখানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহা. হুমায়ুন কবির ও সাউথইস্ট ব্যাংকের একজন কর্মকর্তা থাকবেন।
- বিষয় :
- হুন্ডি
- ব্যাংকিং চ্যানেল
- বাংলাদেশি শ্রমিক