ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

খাতওয়ারি লেনদেনের শীর্ষে তথ্যপ্রযুক্তি

খাতওয়ারি লেনদেনের শীর্ষে তথ্যপ্রযুক্তি

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২ | ২১:৫০ | আপডেট: ০৭ নভেম্বর ২০২২ | ২১:৫০

বন্ড বাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন ৪ লাখ ৫২ হাজার কোটি টাকা। এর মধ্যে তথ্যপ্রযুক্তি খাতের তালিকাভুক্ত ১১ কোম্পানির অংশ পৌনে ৫ হাজার কোটি টাকা বা মাত্র ১ দশমিক শূন্য ৫ শতাংশ। অথচ টাকার অঙ্কে গতকাল সোমবার এ খাতের শেয়ার কেনাবেচা ছিল মোটের প্রায় ২০ শতাংশ।

বাজার-সংশ্নিষ্টরা জানান, সাম্প্রতিক নানা সংকটের মধ্যেও তথ্যপ্রযুক্তি খাত ব্যতিক্রম। গতকাল অন্য সব খাতের সিংহভাগ শেয়ার দর হারালে তথ্যপ্রযুক্তি খাতের ১১ কোম্পানির মধ্যে ৮টিরই দর বেড়েছে।

তথ্যপ্রযুক্তি খাতের অধিকাংশ শেয়ারেরর দর বাড়লেও ডিএসইতে কেনাবেচা হওয়া ৩৫৪ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র ৪৮টির দর বেড়েছে। বিপরীতে দর হারিয়েছে ৯৮টি। দর অপরিবর্তিত অবস্থায় বা ফ্লোর প্রাইসে পড়ে ছিল ২০৮ শেয়ার। গতকালের দরপতনে নতুন করে ১৫টি ফ্লোর প্রাইসে যুক্ত হয়েছে। দিনের শেষে ফ্লোর প্রাইসে অবস্থান করা শেয়ার ও মিউচুয়াল ফান্ড সংখ্যা ২৫৭টিতে উন্নীত হয়েছে। এদিকে টানা চার কার্যদিবসে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১০৮ পয়েন্ট বৃদ্ধির পর গতকাল পৌনে ২৩ পয়েন্ট হারিয়েছে। সূচকটির সর্বশেষ অবস্থান ছিল ৬৩৯৩ পয়েন্টে। তথ্য ও প্রযুক্তি খাতের ১১ কোম্পানির মধ্যে শুধু ড্যাফোডিল কম্পিউটার্স ফ্লোর প্রাইসে রয়েছে। গতকাল লেনদেনের শেষ পর্যন্ত পাঁচ কোম্পানির শেয়ারদর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে। যার তিনটিই ছিল তথ্যপ্রযুক্তি খাতের। এগুলো হলো- জেনেক্স ইনফোসিস, আইটিসি এবং অগ্নি সিস্টেমস।

পর্যালোচনায় দেখা গেছে, মাত্র ৯ কার্যদিবস আগেও এ খাতের জেনেক্স ইনফোসিসের শেয়ার ফ্লোর প্রাইস ৬৮ টাকায় পড়েছিল। কিন্তু হঠাৎ করে গত দুই সপ্তাহে শেয়ারটির দর ৫৫ শতাংশ বেড়ে ১০৫ টাকা ছাড়িয়েছে। প্রায় একই অবস্থা ছিল এ খাতের কোম্পানি আইটিসির। গত ৩১ অক্টোবর শেয়ারটি ৩৩ টাকায় কেনাবেচা হয়। মাত্র পাঁচ কার্যদিবস ব্যবধানে শেয়ারটির দর এখন ৪৩ টাকা ১০ পয়সা। এক সপ্তাহে দর বেড়েছে ৩০ শতাংশ। একই সময়ে অগ্নি সিস্টেমসের শেয়ারদর ১৭ শতাংশ দর বেড়ে এখন ২৫ টাকা ৬০ পয়সা।

গতকাল ডিএসইতে ১ হাজার ২৩৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে জেনেক্স ইনফোসিস ৮৬ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন নিয়ে ছিল লেনদেন বোর্ডের শীর্ষে। দ্বিতীয় অবস্থানে থাকা ওরিয়ন ফার্মার ৬১ কোটি ৪ লাখ টাকার এবং তৃৃতীয় অবস্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের ৬০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

আরও পড়ুন

×