মিতসুবিশি পাওয়ারের আয়োজনে সেমিনার
বিদ্যুৎ উৎপাদনে কার্বন নিঃসরণ কমানোয় জোর দিতে হবে

ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২ | ২২:১৫ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ | ২২:১৫
মিতসুবিশি পাওয়ারের আয়োজনে গ্যাস টারবাইন নিয়ে এক কারিগরি সেমিনারে বিদ্যুৎ উৎপাদনে কার্বন নির্গমন কমানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দু'দিনব্যাপী এ সেমিনারের উদ্বোধন হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেমিনারে মিতসুবিশি পাওয়ারের হাইড্রোজেন এবং অ্যামোনিয়া কো-ফায়ারিংয়ের মতো ডিকার্বনাইজেশন প্রযুক্তি থেকে শুরু করে গ্যাস টারবাইনের নির্ভরযোগ্যতা ও কর্মক্ষমতা বাড়ানোর মতো সমাধান ও পরিষেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, জাপান দূতাবাসের প্রতিনিধি ও মিনিস্টার (ডেপুটি চিফ অব মিশন) মাচিদা তাতসুয়া এবং মিতসুবিশি পাওয়ারের এশিয়া প্যাসিফিকের এমডি ও সিইও ওসামু ওনো উপস্থিত ছিলেন। বক্তারা জ্বালানি নিরাপত্তা, সহজলভ্যতা ও সামর্থ্য বজায় রেখে সবুজ জ্বালানিতে বাংলাদেশের উত্তরণের গুরুত্ব তুলে ধরেন।
ওসামু ওনো বলেন, 'এশিয়া প্যাসিফিকের দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম, যেখানে মিতসুবিশি পাওয়ার ১৯৬০ সালে সফলভাবে একটি স্টিম টারবাইন সরবরাহ করে। সেই থেকে আজ পর্যন্ত আমাদের প্রতিশ্রুতিতে অবিচল রয়েছি এবং দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশের দায়বদ্ধতা বহন করছি। মূল্যবান অংশীদার ও গ্রাহকদের সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশের জ্বালানি চাহিদা বিবেচনায় নিয়ে জিরো কার্বন নির্গমনের লক্ষ্য অর্জনে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।'
হাবিবুর রহমান 'মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা' এর কথা উল্লেখ করে হাইড্রোজেন প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন এবং গ্রিন হাইড্রোজেন ও ব্লু হাইড্রোজেনের মতো পরিস্কার ও নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহারের ওপর জোর দেন। প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, সারাবিশ্বের মতো বাংলাদেশও হাইড্রোজেনকেন্দ্রিক বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে, যা কার্বন নির্গমনের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করবে।
প্রসঙ্গত, মিতসুবিশি পাওয়ারের গ্যাস টারবাইনগুলো সারাদেশে পাঁচটি বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশের পাওয়ার গ্রিডকে সহযোগিতা করছে। প্লান্টগুলো কার্যকর রাখতে বিক্রয়োত্তর এবং অপারেশন ও রক্ষণাবেক্ষণ সেবা দিয়ে স্বয়ংসম্পূর্ণ রাখা হয়।