ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ঋণখেলাপের অভিযোগ এসবিএসি ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

ঋণখেলাপের অভিযোগ এসবিএসি ব্যাংকের সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

এসবিএসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন। ছবি- সংগৃহীত।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২২ | ১০:৫০ | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২২ | ১০:৫০

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের সাবেক চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন ও তাঁর স্ত্রী সুফিয়া আমজাদের বিরুদ্ধে ঋণখেলাপের মামলা করেছে রাষ্ট্রীয় মালিকানার জনতা ব্যাংক। ব্যাংকটির খুলনার করপোরেট শাখায় লকপুর গ্রুপের তিন প্রতিষ্ঠানের ৩৩৮ কোটি টাকা খেলাপের দায়ে গত ৩০ নভেম্বর পৃথক তিনটি মামলা করা হয়।

জানা গেছে, এসএম আমজাদের মালিকানাধীন লকপুর গ্রুপের প্রতিষ্ঠান ইস্টার্ন পলিমারের ১৫১ কোটি ৮৪ লাখ, মুনস্টার পলিমারের ৯০ কোটি ৮২ লাখ এবং বাংলাদেশ পলি প্রিন্টিংয়ের ৯৫ কোটি ৪৭ লাখ টাকার ঋণখেলাপের দায়ে এসব মামলা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আমজাদ হোসেন এবং তাঁর স্ত্রী সুফিয়া আমজাদ পরিচালক।

জানতে চাইলে জনতা ব্যাংকের খুলনা করপোরেট শাখার ব্যবস্থাপক (ডিজিএম) আব্দুল হাই সমকালকে বলেন, লকপুর গ্রুপের তিন প্রতিষ্ঠানের ঋণ বেশ আগে খেলাপি হয়ে গেছে। এসব ঋণ আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে কয়েক দফা নোটিশ দেওয়া হয়। তবে ঋণের অর্থ ফেরত না আসায় আইনি বাধ্যবাধকতার কারণে অর্থঋণ আদালতে তিনটি মামলা করা হয়েছে। তবে এখনও এসব মামলার শুনানির তারিখ নির্ধারিত হয়নি।

এসএম আমজাদ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা চলার মধ্যে গত বছরের নভেম্বরে তিনি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে যান। তিনি কীভাবে দেশ ছাড়লেন সে বিষয়ে উচ্চ আদালতের প্রশ্নের মুখে পড়ে দুদক। ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তিনি। গত বছরের ৭ সেপ্টেম্বর পদত্যাগের পর তিনি দেশ ছাড়েন। এরপর গত ২৬ সেপ্টেম্বর চেয়ারম্যানের দায়িত্ব নেন আবদুল কাদির মোল্লা। রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণের অপব্যবহার, করোনার সময়ে দেওয়া সরকারি প্রণোদনার টাকায় আগের ঋণ সমন্বয়সহ বিভিন্ন অভিযোগে সম্প্রতি কাদির মোল্লার লেনদেনসহ যাবতীয় তথ্য তলব করে বিএফআইইউ।

বর্তমান ও সাবেক চেয়ারম্যান ছাড়াও নানা কারণে ব্যাংকটির কয়েকজন পরিচালক বিতর্কিত হয়েছেন। ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক ও পিপলস লিজিংয়ের এক সময়কার চেয়ারম্যান ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন ঋণ খেলাপের দায়ে পরিচালক পদ হারিয়েছেন। আরেক উদ্যোক্তা পরিচালক ও পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান ঋণখেলাপের দায়ে বাদ পড়েছেন। খেলাপি হওয়ায় পরিচালক পদে অনাপত্তি পাননি আরএসআরএম গ্রুপের কর্ণধার মাকসুদুর রহমান। পরিচালক পদ হারানোর পর ব্যাংকটি থেকে শেয়ার বিক্রি করে চলে গেছেন সাদ মূসা গ্রুপের মো. মহসিন। ব্যাংকটির আরেক পরিচালক মিজানুর রহমানকে পরিচালক পদে কেন্দ্রীয় ব্যাংক অনাপত্তি না দিলেও আদালতের স্থগিতাদেশ নিয়ে বহাল আছেন। 

আরও পড়ুন

×