আগামী বছর বাড়তে পারে পাম অয়েলের দাম

প্রতীকী ছবি।
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২ | ১২:৩৫ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ | ১২:৩৫
জৈব জ্বালানি উৎপাদনের জন্য আরও বেশি পরিমাণে পাম অয়েলের ব্যবহারের নির্দেশ দিয়েছে বিশ্বের প্রধান পাম অয়েল উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ ইন্দোনেশিয়া। ফলে আগামী বছর রপ্তানি কমাতে পারে দেশটি। এতে দাম বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
বিশিষ্ট ব্যবসায়ী ডোরাব মিস্ত্রির মতে, ইউক্রেন যুদ্ধ শেষ না হলে আগামী বছরের মে মাসের মধ্যে প্রতি টন পাম অয়েলের দাম ৩ হাজার ৫০০ থেকে বেড়ে ৫ হাজার রিঙ্গিতে বাণিজ্য হতে পারে। খবর ইডস মার্কেটসের।
চার দশক ধরে ব্যবসা করে আসা এই ব্যবসায়ী বলেন, যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে একটি বিশাল অপ্রত্যাশিত ছায়া ফেলেছে। গোদরেজ ইন্টারন্যাশনাল লিমিটেডের এই পরিচালকের ভবিষ্যদ্বাণী, নভেম্বরের পূর্বাভাসের তুলনায় আগামী বছরের মার্চে দাম প্রতি টন ৪ হাজার ৫০০ রিঙ্গিতে পৌঁছাবে।
পাম অয়েলের দাম সেপ্টেম্বরে প্রতি টন ৩ হাজার ৩৩৬ রিঙ্গিতে বিক্রি হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯১৮ রিঙ্গিতে।
বায়োফুয়েল শিল্পের উচ্চ চাহিদা পামের দাম বাড়াবে। গত শুক্রবার বিশ্বের বৃহত্তম পাম অয়েল উৎপাদনকারী দেশ ইন্দোনেশিয়া আগামী জানুয়ারি থেকে তার জৈব জ্বালানি মিশ্রণের অনুপাত বাড়ানোর নির্দেশ দিয়েছে। বর্তমান ৩০ শতাংশ মিশ্রণের বদলে আগামী বছর থেকে দেশের বায়োডিজেল ৩৫ শতাংশ পাম অয়েল ধারণ করতে হবে। এই পদক্ষেপের ফলে ইন্দোনেশিয়া থেকে পাম রপ্তানি কমানোর সম্ভাবনা রয়েছে। দেশটি বিশ্বব্যাপী ভোজ্যতেল বাণিজ্যের প্রায় এক-তৃতীয়াংশ বহন করে।