ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

মতবিনিময় সভায় এম এম আকাশ

সব জায়গায় এখনই ভর্তুকি কমানোর সময় হয়নি

সব জায়গায় এখনই ভর্তুকি  কমানোর সময় হয়নি

ড. এম এম আকাশ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১৪ জুন ২০২৩ | ০৩:২৪

সব জায়গায় এখনই ভর্তুকি কমানোর সময় হয়নি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশ। মঙ্গলবার ‘জাতীয় বাজেট ২০২৩-২৪: স্বস্তির সন্ধানে’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি বলেন, করোনাকালে যে ভর্তুকি দেওয়া হয়েছে তা কমানো যাবে না। কারণ, পরিস্থিতি এখনও তত ভালো হয়নি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে বণিক বার্তা ও গণতান্ত্রিক বাজেট আন্দোলনের (ডিবিএম) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

 অধ্যাপক এম এম আকাশ বলেন, ‘জাতীয় নির্বাচনের সন্ধিক্ষণে এই বাজেট প্রস্তাব করা হয়েছে। সরকার এখন আন্তর্জাতিক রাজনীতির টানাপোড়েনের মধ্যে রয়েছে। চীনের পক্ষ নিলে আমেরিকা, ভারত অখুশি হবে। এই টানাটানির মধ্যে সরকার পড়েছে। আবার চীন যদি কয়লা না দেয়, তাহলে সমস্যায় পড়ে যাবে।

এম এম আকাশ বলেন, রেমিট্যান্সে যে প্রণোদনা দেওয়া হচ্ছে, সেই সুবিধা নিয়ে যাচ্ছে ধনীরা। তারা দেশ থেকে টাকা পাচার করে আবার তা রেমিট্যান্স হিসেবে দেশে আনছে। ফলে পুরো প্রক্রিয়া একটা চক্রের মধ্যে পড়ে গেছে। ২ শতাংশ প্রণোদনা দেওয়ায় আমেরিকা থেকে রেমিট্যান্স আসা শুরু হয়ে গেল। অথচ এর আগে বেশি রেমিট্যান্স আসত সৌদি আরব থেকে।

গ্লোবাল টিভির সিইও সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, বাজেটে এনবিআরের একটা অবিশ্বাস্য আয় দেখানো হয়, তার ওপর ব্যয় নির্ধারণ করা হয়। কিন্তু এনবিআর কেন লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে না, তা নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন হয় না। ডিবিএমের নির্বাহী পর্ষদের সদস্য রেবেকা সানইয়াতের সভাপতিত্বে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন এর সাধারণ সম্পাদক মনোয়ার মোস্তফা।

আরও পড়ুন

×