ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পশুর হাটে জাল নোট যাচাইয়ে থাকবে ব্যাংক বুথ

পশুর হাটে জাল নোট যাচাইয়ে থাকবে ব্যাংক বুথ

ফাইল ফটো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২২ জুন ২০২৩ | ০৫:১৫

ঢাকাসহ সারাদেশের (উপজেলা সদর পর্যন্ত) অনুমোদিত কোরবানির পশুর হাটে জাল নোট চক্রের অপতৎপরতা রোধে ব্যাংকগুলোকে বুথ স্থাপন করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। হাট শুরুর দিন থেকে ঈদের আগের রাত পর্যন্ত এসব বুথ থেকে বিনামূল্যে নোট যাচাই সেবা চালু রাখতে বলা হয়েছে।

 বুধবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। এতে ঢাকার দুই সিটি করপোরেশনের অনুমোদিত ১৯টি পশুর হাটে কোথায় কোন ব্যাংক দায়িত্ব পালন করবে, তার একটি তালিকা দেওয়া হয়েছে। আর ঢাকার বাইরে যেখানে বাংলাদেশ ব্যাংকের শাখা রয়েছে, সেখানে ওইসব অফিস থেকে কোথায় কোন ব্যাংক দায়িত্ব পালন করবে তা নির্ধারণ করে দেওয়া হবে। অন্য জেলাগুলোতে সোনালী ব্যাংকের শাখা থেকে দায়িত্ব বণ্টন করে দিতে হবে। প্রতিটি জাল নোট শনাক্তকরণ বুথে নোট গণনার মেশিন রাখতে হবে। প্রতিটি শাখায় স্থাপিত টিভি মনিটরে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যের ভিডিওচিত্র প্রদর্শন করতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বুথ স্থাপনের সুবিধার্থে ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সিটি করপোরেশন কর্তৃপক্ষ, জেলা মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বা সংশ্লিষ্ট পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। নিরাপত্তার জন্য পুলিশ, র‍্যাব ও আনসার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। কোনো জাল নোট ধরা পড়লে সে ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে ব্যবস্থা নিতে হবে।

আরও পড়ুন

×