ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পারভেজ তমাল পুনরায় এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান

পারভেজ তমাল পুনরায় এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৬ জুন ২০২৩ | ০৫:০৮

এসএম পারভেজ তমাল এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম মিয়া আরজু।

রোববার ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৬৭তম সভায় সর্বসম্মতিক্রমে তাঁরা পুনর্নির্বাচিত হন। এর আগে ব্যাংকের ১০ম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের ভোটে তাঁরা পরিচালক নির্বাচিত হন। এ ছাড়া ব্যাংকের উদ্যোক্তা আবু বকর চৌধুরী পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রবাসী সফল উদ্যোক্তা এসএম পারভেজ তমাল এনআরবিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক। ২০১৭ সালের ১০ ডিসেম্বর তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হন। প্রযুক্তিনির্ভর উপশাখা ব্যাংকিং, প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য ক্ষুদ্রঋণ চালু এবং অ্যাপের মাধ্যমে পূর্ণাঙ্গ  ব্যাংকিং সেবা প্রদান তাঁর যোগ্য নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তার ফসল। পারভেজ তমালের নেতৃত্বে মাত্র পাঁচ বছরে এনআরবিসি ব্যাংক ব্যাপক সেবা প্রসারে গ্রাম বাংলার প্রান্তিক মানুষের ব্যাংকে পরিণত হয়েছে।

আরও পড়ুন

×