ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

উপায় অ্যাপে বিল দিতে পারবেন পিডিবির প্রি-পেইড গ্রাহক

উপায় অ্যাপে বিল দিতে পারবেন পিডিবির প্রি-পেইড গ্রাহক

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৩ | ১৮:০০

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায়-এর সঙ্গে সম্প্রতি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-বিপিডিবি। উপায়-এর চিফ কমার্শিয়াল অফিসার জিয়াউর রহমান এবং বিপিডিবির প্রি-পেইড মিটারিং সিস্টেম পরিদপ্তরের পরিচালক মৃগাঙ্ক মোহন পাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। উপায় ও বিপিডিবির মধ্যে প্রয়োজনীয় কারিগরি সংযোগ স্থাপন শেষে চলতি মাসেই এ সেবা চালু করা হবে। এ চুক্তির ফলে বিপিডিবি প্রি-পেইডের গ্রাহকরা উপায় কাস্টমার অ্যাপ ব্যবহার করে বিপিডিবির প্রি-পেইড মিটারে রিচার্জ করতে পারবে।

গতকাল উপায়-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিপিডিবির মহাব্যবস্থাপক (বাণিজ্যিক পরিচালন) মো. মফিজুল ইসলাম, পরিচালক (বাণিজ্যিক পরিচালন) খন্দকার নাজমুল হোসেন, অতিরিক্ত পরিচালক (তহবিল ও বাজেট) ছালেহ আহাম্মদ, উপায়-এর চিফ বিজনেস অফিসার ইমন কল্যাণ দত্ত, হেড অব গভর্নমেন্ট সেল্‌স হাসান মো. জাহিদ, ডিজিএম-গভর্নমেন্ট সেল্‌স মোহাম্মদ মকবুল হোসেন প্রমুখ।

২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। উপায়-এর মাধ্যমে গ্রাহকরা বিভিন্ন ধরনের আর্থিক লেনদেন ছাড়াও গুরুত্বপূর্ণ বেশ কিছু সেবা নিতে পারছেন।

আরও পড়ুন

×