এটিএম বুথ ও পস স্থাপনের অনুমতি পেল ডিজি ই-পে

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০২ আগস্ট ২০২৩ | ২৩:৫৩
প্রথমবারের মতো এটিএম ও পস মেশিন স্থাপনের অনুমতি পেল ব্যাংক খাতের বাইরের একটি প্রতিষ্ঠান। গতকাল বুধবার ডিজি ই-পে সার্ভিস লিমিটেড নামের এই প্রতিষ্ঠানকে লাইসেন্স ইস্যু করেছে কেন্দ্রীয় ব্যাংক। পেমেন্ট সিস্টেম অপারেটর হিসেবে প্রতিষ্ঠানটি হোয়াইট লেবেল মার্চেন্ট অ্যাকুয়ারিং হিসেবে কাজ করবে।
জানা গেছে, ডিজি ই-পে প্রাথমিকভাবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পয়েন্ট অব সেলস (পস) মেশিন স্থাপন করবে। পর্যায়ক্রমে এটিএম বুথ বসাবে। যে কোনো ব্যাংকের কার্ড দিয়ে তাদের পয়েন্ট থেকে লেনদেন করা যাবে। এসব প্রতিষ্ঠানের এটিএম বা পসের বেশির ভাগ হবে গ্রামে। এই প্রতিষ্ঠানের স্থাপন করা এটিএম ও পস কেন্দ্রীয় ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচে (এনপিএসবি) সংযোগ দেওয়া থাকবে। এরপর সব ব্যাংক, এমএফএস, পিএসও এবং পিএসপির গ্রাহক এখান থেকে লেনদেন করতে পারবেন। এ ধরনের লেনদেন বর্তমানের মতো গ্রাহককে চার্জ দিতে হবে। সেখান থেকে কমিশন পাবে এই প্রতিষ্ঠান।
মূলত গ্রামে নগদ লেনদেনের ব্যবহার কমানোর লক্ষ্যে এ ধরনের প্রতিষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছে।