এবি ব্যাংকের উদ্যোগে সিলেটে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩ | ১৮:০০ | আপডেট: ২৮ আগস্ট ২০২৩ | ০৬:১১
এবি ব্যাংক নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক কর্মদক্ষতা উন্নয়নে সিলেটের হোটেল রোজ ভিউতে সম্প্রতি দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। সভাপতিত্ব করেন এবি ব্যাংকের করপোরেট অ্যান্ড এসএমই বিভাগের প্রধান ইফতেখার এনাম আওয়াল।