ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কুমিল্লায় এক্সিম ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক কর্মশালা

কুমিল্লায় এক্সিম ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক কর্মশালা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩ | ১৮:০০

এক্সিম ব্যাংকের নেতৃত্বে কুমিল্লায় মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মানি লন্ডারিং প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ধারাবাহিক কর্মসূচির আওতায় সম্প্রতি কুমিল্লার বুরো বাংলাদেশ সিএইচআরডিতে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় কুমিল্লার সব তপশিলি ব্যাংকের মনোনীত কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোহসিন হোসাইনি। সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাকসুদা খানম।

আরও পড়ুন

×