নারীর কর্মসংস্থান বাড়াতে আইএফসির ফ্ল্যাগশিপ নেটওয়ার্ক চালু

.
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৪:১৭
বেসরকারি খাতে নারীদের কর্মসংস্থান বাড়াতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ঐক্যবদ্ধ করতে এবং আরও বৃহত্তর উদ্যোগ নিতে সম্প্রতি একটি ফ্ল্যাগশিপ নেটওয়ার্ক চালু করেছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। এই কার্যক্রমে সহযোগিতা করছে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এক্সিলারেটিং ক্লাইমেট স্মার্ট অ্যান্ড ইনক্লুসিভ ইনফ্রাস্ট্রাকচার ইন সাউথ এশিয়া (এসিএসআইআইএস) কর্মসূচি এবং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকা।
গতকাল বুধবার আইএফসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ফ্ল্যাগশিপ নেটওয়ার্কটির নাম ‘পার্টনারশিপ ফর উইমেনস এমপ্লয়মেন্ট: দ্য বিজনেস অব ইকুইটি’। দুই বছরের এই অংশীদারিত্ব কর্মসূচি বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অন্তর্ভুক্তির পাশাপাশি নারীর ক্ষমতায়ন বাড়াতে প্রভাবক হিসেবে কাজ করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের শ্রমশক্তির এক-তৃতীয়াংশ নারী। কিন্তু মাত্র ৪ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবস্থাপনায় রয়েছেন নারীরা। নারীদের প্রতি দায়িত্বহীন মনোভাব, কর্মসংস্থানের সুযোগ কম পাওয়া, চলাফেরার সীমাবদ্ধতা এবং সামাজিক কিছু রীতি তাদের অর্থনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে প্রধান বাধা। এই লিঙ্গবৈষম্য দূর করতে পারলে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বাড়তি ৩০ বিলিয়ন ডলার যোগ হতো।
নারীদের কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য নিয়ে দেশে প্রথমবারের মতো চালু হওয়া এই পার্টনারশিপ করপোরেট জগতে লিঙ্গবৈষম্য কমিয়ে এনে সমতা ও অন্তর্ভুক্তি বাড়াতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে। ইতোমধ্যে দেশের শীর্ষস্থানীয় কিছু কোম্পানি এই পার্টনারশিপে যোগ দিয়েছে। তাদের মধ্যে রয়েছে আকিজ বশির গ্রুপ, বাটা বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ডিবিএল গ্রুপ, ইস্টার্ন ব্যাংক, এনার্জিপ্যাক ইলেকট্রনিকস, ফকির নিটওয়্যারস, ইডকল, আইপিডিসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাণ গ্রুপ, প্রাইম ব্যাংক, সিঙ্গার, স্ট্যান্ডার্ড গ্রুপ ও উর্মি গ্রুপ।
- বিষয় :
- নারীর ক্ষমতায়ন
- কর্মসংস্থান কর্মসূচি