ব্যবসায়ী নামধারী কিছু প্রতারক নকল পণ্য উৎপাদন করছে

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২৪ | ২৩:৩১
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, অনেক ভালো ব্যবসায়ী আন্তর্জাতিক মানের পণ্য বাজারজাত করে বিশ্ববাজারে দেশের সুনাম বাড়াচ্ছেন। অন্যদিকে ব্যবসায়ী নামধারী এক শ্রেণির প্রতারক নকল পণ্য উৎপাদন করে জনগণকে বিভ্রান্ত করছে। নকল পণ্য রোধে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
গতকাল সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইর প্রধান কার্যালয়ে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’ শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম। বিশেষ অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা ও এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম।
অনুষ্ঠানে পণ্যের মান নিশ্চিতে বিএসটিআইকে আপসহীন ভূমিকা পালন করার আহ্বান জানান শিল্পমন্ত্রী। তিনি আরও বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলাের সঙ্গে সংগতি রেখে বিএসটিআই পণ্যের মান ওজন ও পরিমাপের বিষয় নিশ্চিত করছে। বাংলাদেশের প্রতিটি পণ্য যেন দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সমাদৃত হয়, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, বিএসটিআইর অফিস ও ল্যাবরেটরি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকৃত ব্যবসায়ীরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি ব্যবসায়ীদেরও উচিত এ বিষয়ে পূর্ণাঙ্গ সহযোগিতা করা।
শিল্প মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জাকিয়া সুলতানা বলেন, বিএসটিআইকে শক্তিশালী করতে সরকার নানা উদ্যোগ নিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে বিএসটিআইতে বেশ কিছু নতুন ল্যাবরেটরি হবে। এর ফলে দেশে মানসম্পন্ন পণ্য উৎপাদন বাড়বে। এভাবে বিএসটিআইকে শক্তিশালী করে রপ্তানি বৃদ্ধি এবং আমদানি কমাতে হবে।
এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম বলেন, বিএসটিআইর সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে। সরকারের উচিত নতুন নতুন যন্ত্রপাতি দিয়ে বিএসটিআইকে অত্যাধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। বিএসটিআই ব্যবসায়ীদের সহযোগিতা করে থাকে। সরকারি ও বেসরকারি পর্যায়ে সবাই মিলে কাজ করলেই দেশ এগিয়ে যাবে।
বিএসটিআইর মহাপরিচালক এস এম ফেরদৌস আলম বলেন, বিএসটিআইর মানচিহ্ন নকল ও অবৈধ ব্যবহার প্রতিরোধে অনলাইন কিউআর কোডসংবলিত লাইসেন্স প্রদান, পণ্যের হালাল সনদ প্রদান, স্বর্ণের বিশুদ্ধতা যাচাইপূর্বক সনদ প্রদান শুরু করেছে। বিএসটিআইর সক্ষমতা বাড়াতে ১০টি আঞ্চলিক কার্যালয় চালু, নতুন জনবল সৃজন, পণ্য পরীক্ষায় আন্তর্জাতিক মানের নতুন ল্যাবরেটরি স্থাপন এবং বিদ্যমান ল্যাবরেটরিতে নতুন পণ্য পরীক্ষণ প্যারামিটার যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক আনোয়ারুল আলম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শেখ শোয়েবুল আলম, ন্যাশনাল প্রডাক্টিটিভিটি অর্গানাইজেশনের মহাপরিচালক মুহম্মদ মেসবাহুল আলম প্রমুখ।
- বিষয় :
- নকল পণ্য