ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইআরডির কর্মশালায় মত

শিল্পায়নের অন্যতম কেন্দ্র হতে পারে ফেনী

শিল্পায়নের অন্যতম কেন্দ্র হতে পারে ফেনী

কর্মশালায় সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তার। ছবি: সমকাল

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৪ | ১৬:০১

কৌশলগত ভৌগোলিক অবস্থান কাজে লাগিয়ে এবং লজিস্টিকস সুবিধার উন্নয়নের মাধ্যমে ফেনী শিল্পায়নের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে। শনিবার ফেনীতে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এমন মত দিয়েছেন।

ফেনী জেলা প্রশাসনের সহযোগিতায় সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সাপোর্ট টু সাসটেইনেবল গ্র্যাজুয়েশন প্রকল্প (এসএসজিপি) কর্মশালার আয়োজন করে।

ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এলডিসি থেকে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক, মসৃণ এবং টেকসই উত্তরণের বিষয়ে স্থানীয় পর্যায়ের অংশীজনের সঙ্গে আলোচনা’ শীর্ষক কর্মশালায় বক্তারা শিল্পায়নের সম্ভাবনাময় এলাকা হিসেবে ফেনীর গুরুত্ব তুলে ধরেন। 

কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইআরডি সচিব জনাব মো. শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী এবং চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম। কর্মশালায় সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক মিজ মুছাম্মৎ শাহীনা আক্তার।

কর্মশালার প্রধান অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ্‌ উদ্দিন চৌধুরী বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ফলে সৃষ্ট পরিস্থিতির সর্বোত্তম ব্যবহারে সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতকে প্রস্তুত করতে হবে। বিশেষ অতিথি ইআরডি সচিব শাহ্‌রিয়ার কাদের ছিদ্দিকী উল্লেখ করেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে ব্যাপক ডিজিটাল রূপান্তরের মাধ্যমে সরকার সেবা প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় পদ্ধতিগত উন্নয়ন করছে।

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম বলেন, ঢাকা ও চট্টগ্রামের সংযোগস্থলে ফেনীর অবস্থানগত গুরুত্বের কারণে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে ফেনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কর্মশালায় সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তার। স্বাগত বক্তব্য দেন ইআরডির অতিরিক্ত সচিব ও এসএসজিপির প্রকল্প পরিচালক এ এইচ এম জাহাঙ্গীর।

কর্মশালায় আরও বক্তব্য দেন এসএসজিপি প্রকল্পের কম্পোনেন্ট ম্যানেজার ড. রেজাউল বাশার সিদ্দিকী ও ড. মোস্তাফা আবিদ খান, ফেনী চেম্বারের সভাপতি আইনুল কবির শামীম, বিশিষ্ট সাংবাদিক আবু তাহের প্রমুখ। 

এ এইচ এম জাহাঙ্গীর তাঁর বক্তৃতায় এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য ও সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় কী প্রভাব পড়তে পারে বা নতুন কী সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি হতে পারে–সে বিষয়ে স্থানীয় বেসরকারি খাত বিশেষত রপ্তানিমুখী শিল্পের প্রতিনিধিদের মধ্যে এখন থেকেই প্রয়োজনীয় সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন। 

কর্মশালায় আলোচকরা ফেনী জেলায় অবস্থিত বিসিক শিল্পনগরীগুলোর অবকাঠামোগত উন্নয়ন, ব্যাংক ঋণের সুদহার কমানো এবং কর ও শুল্ক প্রদানের পদ্ধতি আরও সহজীকরণের ওপর জোর দেন। 

আরও পড়ুন

×