ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেন স্থায়ী করার দাবি

চট্টগ্রাম-কক্সবাজার রুটের বিশেষ ট্রেন স্থায়ী করার দাবি

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুন ২০২৪ | ১৩:২৯

বাণিজ্যিক নগরীর মানুষের যাতায়াতের সুবিধায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু করা বিশেষ ট্রেনকে পৃথক স্থায়ী ট্রেন হিসেবে পরিচালনার দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সোমবার এক বিবৃতিতে ক্রেতা-ভোক্তাদের জাতীয় প্রতিনিধিত্বকারী সংগঠনটির চট্টগ্রাম বিভাগ ও নগর কমিটির নেতারা এই দাবি জানান। দাবি বাস্তবায়নে গড়িমসি করা হলে আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বিবৃতিতে বলা হয়, রেলওয়ে কর্তৃপক্ষ ঈদ উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার রুটে স্পেশাল ট্রেন চালু করে। যাত্রীদের চাহিদা ও বেশ লাভজনক হওয়ায় কর্তৃপক্ষ ট্রেনটির চলাচলের মেয়াদ বাড়ায়। কিন্তু দেশের জনগণের বৃহত্তর স্বার্থে ও রেলের লাভজনক রুটটিতে কেন বিশেষ বিশেষ সময় বিশেষ ট্রেন পরিচালনা করতে হবে? কেন স্থায়ী ট্রেন সার্ভিস চালু হবে না?

বিবৃতিতে নেতারা আরও বলেন, ঢাকা থেকে পুরো জেলার যাত্রীদের কক্সবাজার যাতায়াতের জন্য পৃথক ট্রেন চালু করলেও চট্টগ্রামের যাত্রীদের স্বার্থ উপেক্ষা করে চট্টগ্রাম থেকে খুবই কম সংখ্যক যাত্রী নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে ঈদ উপলক্ষে কক্সবাজার স্পেশাল ট্রেন চালু করা হলেও তা সাময়িক। 

বিবৃতিতে সই করেন ক্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগরের প্রেসিডেন্ট জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রেসিডিন্ট আবদুল মান্নান প্রমুখ। 
 

আরও পড়ুন

×