কমিটির প্রথম বৈঠক শেষে ড. দেবপ্রিয় ভট্টাচার্য
অর্থ পাচারের বিস্তারিত চিত্র তুলে আনা হবে শ্বেতপত্রে

ড. দেবপ্রিয় ভট্টাচার্য
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪ | ০০:১৬
অর্থ পাচারের বিস্তারিত চিত্রসহ দুর্নীতি-অনিয়মের বাস্তবতা তুলে ধরা হবে অর্থনীতির শ্বেতপত্রে। অর্থ পাচারকারীদের শাস্তি যাতে নিশ্চিত করা যায়, সে ব্যাপারেও সুপারিশ থাকবে। ইতোমধ্যে কোনো কোনো পাচারকারী কারগারে রয়েছে। এটা শাস্তিরই অংশ। আগামীতে যাতে দেশ থেকে আর অর্থ পাচার না হয়, সে ব্যাপারেও দৃষ্টান্ত তৈরি করা হবে। তবে পাচার হওয়া অর্থ ফিরেয়ে আনার কাজটি সহজ নয়। এ-সংক্রাস্ত প্রক্রিয়া বেশ জটিল। যেসব দেশে পাচার হয়েছে তাদের সঙ্গে এ-সংক্রান্ত চুক্তিও নেই। এ নিয়ে সংশ্লিষ্ট দেশের সঙ্গে দরকষাকষির মতো দক্ষতারও ঘাটতি আছে।
গতকাল বৃহস্পতিবার শ্বেতপত্র সম্পর্কিত কমিটির বৈঠক শেষে কমিটির প্রধান ও বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য সাংবাদিকদের এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরে সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার সময় অর্থনৈতিক বাস্তবতার ভিত্তিভূমি মূল্যায়নের পাশাপাশি কেন এ অবস্থা হলো, তার একটি পর্যালোচনা করা হচ্ছে। শ্বেতপত্র-সংক্রান্ত কমিটির কাজ দুর্নীতির কারণ ও মাত্রা বিশ্লেষণ করা, দুর্নীতিবাজদের চিহ্নিত করা বা ধরা নয়। দুর্নীতিবাজদের নাম আসবে না এতে। তবে নীতির কারণে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত কোনো প্রতষ্ঠানের নাম এলে তা উল্লেখ করবেন তারা।
তিনি জানান, এ কমিটি কোন পদ্ধতিতে কাজ করবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। প্রতি মঙ্গলবার বৈঠকে বসবে কমিটি। নির্ধারিত মেয়াদ তিন মাসের মাথায় একটি চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে। তবে তার আগেই কোনো কোনো ইস্যুতে খসড়া প্রতিবেদন দেওয়া হতে পারে।
সম্প্রতি দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ জন্য গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন– বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন, সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান, ইস্ট
ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এ কে এনামুল হক, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের (বিল্ড) প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) নির্বাহী পরিচালক ইমরান মতিন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো কাজী ইকবাল, বুয়েটের অধ্যাপক ম. তামিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি ও রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরুর) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. তাসনিম আরিফা সিদ্দিকী।
- বিষয় :
- ড. দেবপ্রিয় ভট্টাচার্য