ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আগস্টে রেমিট্যান্সে বেড়েছে ৩৯%

আগস্টে রেমিট্যান্সে বেড়েছে ৩৯%

প্রতীকী ছবি

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪ | ২৩:১৬

আবার গতি ফিরেছে প্রবাসী আয়ে। গত আগস্টে ব্যাংকিং চ্যানেলে ২২২ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই মাসে এসেছিল ১৬০ কোটি ডলার। সেই হিসাবে চলতি বছরের আগস্টে রেমিট্যান্স বেড়েছে ৬২ কোটি ডলার বা প্রায় ৩৯ শতাংশ। এর মধ্যে গত মাসের শেষ ২১ দিনে এসেছে ১৭৪ কোটি ডলার, যা মাসটির মোট রেমিট্যান্সের ৭৮ দশমিক ৩১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংক গত ৮ মে এক লাফে ডলারের দর ৮ টাকা বাড়িয়ে দেয়। এরপর ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স দ্রুত বাড়ছিল। গত মে মাসে ২২৫ কোটি ডলার এবং আগস্টে ২৫৪ কোটি ডলার রেমিট্যান্স আসে। এর পর শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জুলাইয়ে রেমিট্যান্স কমে ১৯১ কোটি ডলারে নেমে আসে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এর আগে জুলাইজুড়ে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন চলছিল। আন্দোলনের মধ্যে কয়েক দিন ব্যাংক বন্ধ ছিল। আবার সরকারকে অসহযোগিতার জন্য ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স না পাঠাতে ব্যাপক ক্যাম্পেইন হয়। ফলে সব মিলিয়ে জুলাইতে রেমিট্যান্স কমে যায়।

আগস্টের এ রেমিট্যান্স আগের মাস জুলাইয়ের তুলনায় ৩০ কোটি ৭৫ লাখ ডলার বা ১৬ দশমিক শূন্য ৭ শতাংশ বেশি। আর চলতি অর্থবছরের জুলাই-আগস্ট দুই মাসে এসেছে ৪১৩ কোটি ডলার। আগের অর্থবছরের প্রথম দুই মাসের তুলনায় যা ৫৬ কোটি ডলার বা ১৫ দশমিক ৭৪ শতাংশ বেশি।
রেমিট্যান্স বাড়ার ফলে ধারাবাহিকভাবে কমতে থাকা রিজার্ভ বেড়েছে। গত বুধবার রিজার্ভের পরিমাণ বেড়ে ২০ দশমিক ৬০ বিলিয়ন ডলার হয়। এক সপ্তাহ আগে যা ছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। এর আগে জুনের তুলনায় ১৩০ কোটি ডলার কমে গত জুলাই শেষে রিজার্ভ দাঁড়ায় ২০ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছিল ২০২১ সালের আগস্টে।

আরও পড়ুন

×