ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

স্মারক স্বর্ণ মুদ্রা এখন এক লাখ ২৫ হাজার টাকা

স্মারক স্বর্ণ মুদ্রা এখন এক লাখ ২৫ হাজার টাকা

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪ | ১৮:০৫

দেড় মাসের ব্যবধানে আবারও দর বাড়ল স্মারক স্বর্ণ মুদ্রার। প্রতিটি মুদ্রায় আরও ১০ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে এক লাখ ২৫ হাজার টাকা। এর আগে গত ১ সেপ্টেম্বর প্রতিটি মুদ্রায় ১০ হাজার টাকা এবং ১৬ জুলাই ৫ হাজার টাকা করে বাড়ানো হয়। আন্তর্জাতিক ও দেশের বাজারে স্বর্ণের দর বৃদ্ধির কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বারক মুদ্রার দর এক লাখ টাকা হয় গত ২৬ ডিসেম্বর। আর গত বছর ৬ দফায় ২৫ হাজার টাকা বাড়ানো হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়– ১৫ অক্টোবর থেকে নতুন দর কার্যকর হবে। বর্তমানে তিন ধরনের স্মারক স্বর্ণ মুদ্রা রয়েছে। প্রতিটি মুদ্রা ২২ ক্যারেট মানের ১০ গ্রাম ওজনের স্বর্ণ দিয়ে তৈরি। এসব মুদ্রা হলো- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ১৯২০-২০২০ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১। সাধারণভাবে স্মারক মুদ্রা শুধু কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিলসহ বিভিন্ন শাখা অফিস এবং মিরপুরে বাংলাদেশ ব্যাংকের টাকা যাদু ঘরে পাওয়া যায়।

স্বারক স্বর্ণ মুদ্রা ছাড়াও বিভিন্ন ধরনের কাগুজে স্মারক নোট রয়েছে। বিশেষ দিন বা স্থাপনা উপলক্ষে স্মারক মুদ্রা ছাড়া হয়। বর্তমানে স্বর্ণ মুদ্রার বাইরে ১২ ধরনের স্মারক রৌপ্য মুদ্রা আছে। বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী, বাংলাদেশ ব্যাংক রজত জয়ন্তী, বঙ্গবন্ধু সেতু উদ্বোধন, বাংলাদেশের ৪০তম বিজয় বার্ষিকী, বিদ্রোহী কবিতার ৯০ বছর, রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী, আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের শতবর্ষ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বাংলাদেশ-জাপান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু।

আরও পড়ুন

×