ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দুই কার্গো এলএনজি ও ৩০ হাজার টন সার আমদানি হচ্ছে

দুই কার্গো এলএনজি ও ৩০ হাজার টন সার আমদানি হচ্ছে

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৪ | ২১:৪২

সুইজারল্যান্ড থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করা হচ্ছে। এতে ব্যয় হবে ১ হাজার ২৯৭ কোটি ৭৬ লাখ টাকা। একই সঙ্গে রাশিয়া থেকে ১০৪ কোটি টাকা ব্যয়ে ৩০ হাজার টন এমওপি সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। 

বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ভার্চুয়াল বৈঠকে প্রস্তাব দুটির অনুমোদন দেওয়া হয়। 

এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় খোলাবাজার থেকে সুইজারল্যান্ডের মেসার্স টোটাল এনার্জি গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডের কাছ থেকে ৬৫৭ কোটি ৬১ লাখ ১১ হাজার ৩৬০ টাকা দরে এক কার্গো এলএনজি আমদানি করা হবে। এ ক্ষেত্রে প্রতি ইউনিট (এমএমবিটিইউ) এলএনজির দাম পড়বে ১৩ দশমিক ৯৪ ডলার। একই প্রতিষ্ঠান থেকে প্রতি ইউনিট ১৩ দশমিক ৫৭ ডলারে আরও এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৪০ কোটি ১৫ লাখ ৬৬ হাজার ৮০ টাকা। 

এ ছাড়া বৈঠকে রাষ্ট্রীয় পর্যায়ে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশনের কাছ থেকে প্রতি টন ২৮৯ দশমিক ৭৫ ডলার দরে ৩০ হাজার টন এমওপি সার নেওয়া হবে। 
 

আরও পড়ুন

×