বেসিক ব্যাংকের চেয়ারম্যান হলেন হেলাল আহমেদ চৌধুরী

হেলাল আহমেদ চৌধুরী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪ | ২২:০৪
হেলাল আহমেদ চৌধুরীকে বিপর্যস্ত বেসিক ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ সোমবার এই নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, হেলাল আহমেদ চৌধুরীকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারিকৃত নীতিমালা এবং ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৩ (ক) ধারা অনুযায়ী বেসিক ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। যেকোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা বিমা প্রতিষ্ঠানের পরিচালক থাকলে, তা থেকে পদত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হলো। এই নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নেওয়ার কথাও বলা হয়েছে।
হেলাল আহমেদ ১৯৭৭ সালে পূবালী ব্যাংকে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৬ সালে তিনি পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। ২০১৪ সালে তিনি পূবালী ব্যাংক থেকে অবসরে যান।
এর আগে গত ৯ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে বেসিক ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসেমকে অপসারণ করে সরকার।
২০০৯ সালেও বেসিক ব্যাংক দেশের অন্যতম ভালো ব্যাংক হিসেবে পরিচিত ছিল। সেই ব্যাংক এখন চরম দুর্বল ব্যাংক। চলতি বছরের মে মাসে সিটি ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংককে একীভূত করার উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। যদিও শেষমেশ তা হয়নি।
শেখ আবদুল হাইয়ের পাঁচ বছরে (২০০৯-১৪) নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাড়ে চার হাজার কোটি টাকা আত্মসাৎ হয় বলে বাংলাদেশ ব্যাংকের তদন্তে বেরিয়ে আসে। কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের বিভিন্ন প্রতিবেদনে ব্যাংকটির ঋণের টাকা লোপাটে আবদুল হাইয়ের সংশ্লিষ্টতা ওঠার পর তুমুল সমালোচনা হলেও সরকার তাকে সম্মানের সঙ্গে পদত্যাগ করার সুযোগ করে দেয়।
- বিষয় :
- বেসিক ব্যাংক
- চেয়ারম্যান