গ্রাহকদের নগদে নিশ্চিন্তে লেনদেনের আহ্বান

ফাইল ফটো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪ | ১৯:৩৪ | আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৪ | ১৯:৩৪
গ্রাহকদের নিশ্চিন্তে লেনদেনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। গ্রাহকদের উদ্বিগ্ন না হয়ে নিশ্চিন্তে নগদে লেনদেন করার জন্য অনুরোধ জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতীতে নগদের কিছু অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সম্প্রতি বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে। এ বিষয়ে নগদ কর্তৃপক্ষ মনে করে, আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন সংক্রান্ত স্বচ্ছতা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি একটি বিষয়। আর সেটিই করে যাওয়ার চেষ্টা করছে বর্তমান প্রশাসক এবং তাঁর দল।
বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, নগদকে আগামী বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসক এবং তাঁর দল। বর্তমানে নবগঠিত ব্যবস্থাপনা পর্ষদ ও প্রশাসক দলের সরাসরি তত্ত্বাবধানে নগদ পরিচালিত হচ্ছে। ফলে নগদের বর্তমান লেনদেন সর্বোচ্চ নিরাপদ। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট প্রতিটি নীতিমালা ও বিধিবিধান মেনেই নগদ পরিচালিত হচ্ছে। একই সঙ্গে নগদের সব বিষয়ে তদন্ত হচ্ছে যা প্রতিষ্ঠানটিকে পরিশুদ্ধ করে গড়ে তুলতে সহায়তা করবে।
এতে আরও বলা হয়, সাড়ে ৯ কোটি গ্রাহকের আস্থাকে পুঁজি করে নগদ বাংলাদেশের বিশাল সংখ্যক গ্রাহকের পছন্দের একটি আর্থিক প্রতিষ্ঠান এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। নগদের এই সেবাকে আরও উন্নত এবং আন্তর্জাতিক মানের করতে চায় বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, নগদ কেবল বাংলাদেশের সেরা মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস হবে না; এটি বিশ্বমানের একটি আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হবে। বিশ্বসেরা প্রযুক্তি ও সেবা দিয়ে নগদকে সাজানো হবে। সেই লক্ষ্যেই নগদ নিয়ে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক।