ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বাংলাদেশে মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অ্যাওয়ার্ডস পেল গ্রি

বাংলাদেশে মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অ্যাওয়ার্ডস পেল গ্রি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৫:২৬ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০২৪ | ১৫:২৬

এয়ারকন্ডিশনার ব্র্যান্ড গ্রি বাংলাদেশে মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অ্যাওয়ার্ডস-২০২৪-এর স্বীকৃতি পেয়েছে। গত তিন বছরের বিপণন কার্যক্রমের ভিত্তিতে এয়ারকন্ডিশনার ক্যাটাগরিতে গ্রি এই স্বীকৃতি অর্জন করে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, এন সার্চ ও দ্য ডেইলি স্টারের যৌথ উদ্যোগে পরিচালিত কঠোর জরিপ প্রক্রিয়ার মধ্য দিয়ে মোস্ট ইমার্জিং ব্র্যান্ড অব বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৪ স্বীকৃতি দেওয়া হয়।

গ্রি এসি বাংলাদেশের পরিবেশ এবং গ্রাহকদের কাঙ্ক্ষিত প্রয়োজনের সঙ্গে মানানসই করে প্রস্তুত করা হয়। বাংলাদেশের ক্রেতারা এসি কেনার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় গুরুত্ব দিয়ে থাকেন। ক্রেতাদের এসব বিষয়কে গুরুত্ব দিয়ে গ্রি এসি উৎপাদন করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য যেমন আইফিল টেকনোলজি এই টেকনোলজির মাধ্যমে যেমন ইলেকট্রিসিটি সেভিং হবে, পাশাপাশি কমফোর্টেবল টেম্পারেচার পাওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ফিচার। যতি বাইরে টেম্পারেচার ৪০ ডিগ্রি থাকে। কখনও ১৬, কখনও ১৮, কখনও ২০-এ টেম্পারেচার সেট করা আছে।

গ্রি এসিগুলো সিক্সটি এইট ডিগ্রি টেম্পারেচারেও নরমালভাবে চলবে। আরও একটি গুরুত্বপূর্ণ ফিচার, যেটি কোল্ড প্লাজমা প্লাস এবং হিউমিডিটি কন্ট্রোলার। এর মাধ্যমে রুমের ভেতরের বাতাসে যে ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে, সেগুলো ৯৯ দশমিক ৯৯ শতাংশ পর্যন্ত ডিঅ্যাকটিভ করে এবং হিউমিডিটি ব্যালান্স করে। যার ফলে লং টাইম এসির মধ্যে থাকলেও শরীরের স্ক্রিন শুষ্কতা থেকে রক্ষা করে, হাঁচি-কাশিজনিত সমস্যা বা কোল্ড অ্যালার্জিজাতীয় সমস্যা হয় না।

বর্তমান ঢাকা সিটির ওয়েদার মারাত্মকভাবে দূষিত হওয়ার কারণে ছয় স্তরের ফিল্টার যোগ করেছে, যার মাধ্যমে রুমের বাতাস থাকবে সম্পূর্ণ ৯৯ দশমিক ৯৯ শতাংশ পর্যন্ত। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×