বাড়ল মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন সীমা

ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫ | ১৪:২৪
মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সাকুর্লার জারি করেছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, বর্তমানে এ সেবার গ্রাহকরা এজেন্ট পয়েন্টের মাধ্যমে দৈনিক ৫০ হাজার টাকা ও মাসে ৩ লাখ টাকা জমা করতে পারবেন। আর ব্যাংকের হিসাব বা কার্ড থেকে দিনে ৫০ হাজার টাকা ও মাসে ৩ লাখ টাকা জমা করা যাবে।
এছাড়া এমএফএসের গ্রাহকেরা একে অপরকে দৈনিক ৩০ হাজার টাকা ও প্রতি মাসে ২ লাখ টাকা পাঠাতে পারবেন। আর ব্যাংকের হিসাব বা কার্ড থেকে দিনে পাঠাতে পারবেন ৫০ হাজার ও মাসে ৩ লাখ।
- বিষয় :
- মোবাইল ব্যাংকিং