শেয়ারবাজার ইস্যুতে ১১ মে উচ্চ পর্যায়ের বৈঠক আহ্বান প্রধান উপদেষ্টার

.
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ মে ২০২৫ | ১৩:৫২
শেয়ারবাজারের ব্যাপক পতনের প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ড. ইউনূস সঠিক অবস্থা পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের বৈঠক আহ্বান করেছেন।
আগামী ১১ মে (রোববার) দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনায় এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার এই বৈঠকটি ডাকা হয়।
বৈঠকে উপস্থিত থাকবেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। নয় মে প্রশিক্ষণ কর্মশালা শেষে ১০ মে তার দেশে ফেরার কথা রয়েছে। এরপর ১২ মে বিশ্বব্যাপী শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা গুলো সংগঠন আইসকোর বার্ষিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
বিএসইসির চেয়ারম্যানের একান্ত সচিব মো. জাহাঙ্গীর নিশ্চিত করেছেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে শেয়ার বাজার ইস্যুতে আলোচনার জন্য ১১ মে একটি বৈঠক আহ্বান করা হয়েছে।