ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বিজিএমইএর তথ্য

ঈদ বোনাস দিয়েছে ৫৪ শতাংশ পোশাক কারখানা

ঈদ বোনাস দিয়েছে ৫৪ শতাংশ পোশাক কারখানা

ছবি: ফাইল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৫ | ০৩:৫০

আগামী ৭ জুন পবিত্র ঈদুল আজহা। পোশাক শ্রমিকদের ঈদ বোনাস মে মাসের মধ্যে এবং মে মাসের বেতন ১ থেকে ৩ জুনের মধ্যে পরিশোধ করার কথা রয়েছে। এখন পর্যন্ত চালু থাকা ২ হাজার ৯২টি কারখানার মধ্যে এপ্রিল মাসের বেতন দিয়েছে ২ হাজার ৬৮টি কারখানা। অর্থাৎ প্রায় ৯৯ শতাংশ কারখানা শ্রমিকদের এপ্রিলের বেতন পরিশোধ করেছে। একই সঙ্গে ঈদ বোনাস পরিশোধ করেছে ১ হাজার ১২৬টি কারখানা, যা প্রায় ৫৪ শতাংশ। অর্থাৎ ৯৬৬টি কারখানা বোনাস পরিশোধ করেনি। 

গতকাল তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর প্রকাশ করা সর্বশেষ তথ্যে বেতন-বোনাস পরিশোধের এ চিত্র পাওয়া গেছে। বিজিএমইএ জানিয়েছে, ২৪টি কারখানা এপ্রিলের বেতন দেয়নি শ্রমিকদের। এ ছাড়া দুটি কারখানা মার্চের বেতন পরিশোধ করেনি। 

ঈদের আগে বোনাস পরিশোধে কারখানা মালিকদের হাতে আর মাত্র তিন দিন সময় আছে। তবে বিজিএমইএ আশা করছে, সরকারের নির্ধারিত সময়ের মধ্যে বোনাস ও বেতন পরিশোধ সম্পন্ন হবে। গতকাল ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার মোট ২ হাজার ৯২টি পোশাক কারখানা চালু ছিল।

আরও পড়ুন

×