ব্যাংকের অভিজ্ঞতা নিয়ে বীমা কোম্পানির এমডি হওয়া যাবে

.
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুন ২০২৫ | ২৩:৪৫ | আপডেট: ০১ জুলাই ২০২৫ | ১৪:৪১
ব্যাংকে চাকরির অভিজ্ঞতা নিয়ে বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা বা এমডি হওয়া যাবে। মুখ্য নির্বাহী কর্মকর্তা নিয়োগ ও অপসারণ প্রবিধানমালা সংশোধন করে এ ধারা যুক্ত করছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
বিভিন্ন পক্ষের মতামতের জন্য গতকাল এ-সংক্রান্ত খসড়া আইডিআরএর ওয়েবসাইটে দেওয়া হয়েছে। বিদ্যমান ব্যবস্থায় বীমা কোম্পানিতে চাকরির অভিজ্ঞতা ছাড়া এমডি হওয়ার সুযোগ নেই। এতে করে এমডি পদে যোগ্য লোক পাওয়া যাচ্ছে না। কয়েকটি বীমা কোম্পানির এমডি পদ বর্তমানে খালি।
এমডি নিয়োগের বিদ্যমান নিয়মে রয়েছ, মুখ্য নির্বাহী হওয়ার জন্য নিম্ন পদে দুই বছরের অভিজ্ঞতাসহ বীমা ব্যবসায় ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রস্তাবিত প্রবিধানে বলা হয়েছে, বাণিজ্যিক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এক বছর বা ডিএমডি হিসেবে তিন বছরের অভিজ্ঞতাসহ ১৫ বছরের অভিজ্ঞদের নিয়োগ দেওয়া যাবে। আর কোনো একটি বীমা কোম্পানিতে অযোগ্য হলে অন্য কোম্পানির এমডি হতে পারবে না।
- বিষয় :
- ব্যাংক
- বীমা কোম্পানি