ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৩৮৬

সবচেয়ে বেশি রোগী বরিশালে

ডেঙ্গুতে একজনের মৃত্যু, আক্রান্ত ৩৮৬

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ২১:০৮ | আপডেট: ০১ জুলাই ২০২৫ | ২১:৩০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে হলো ৪৩ জনে। গত এক দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৮৬ জন। নতুন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ১৬৩ জন বরিশাল বিভাগের। 

এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৬৮, ঢাকা বিভাগে ৭৩, ময়মনসিংহ বিভাগে ৮, চট্টগ্রাম বিভাগে ১৯, খুলনা বিভাগে ১৬ এবং রাজশাহী বিভাগে ৩৯ রোগী ভর্তি হয়েছেন। সব মিলিয়ে এ বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৬৮২ জনে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত এক দিনে মারা যাওয়া ব্যক্তি ঢাকা উত্তর সিটি এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৩০ রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩২৩ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৯০৭ জন। 

বরগুনায় দুই মাসে ২ হাজার ৮৫৫ জন আক্রান্ত

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত মে ও জুনে বরগুনায় ২ হাজার ৮৫৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। অনিয়মিত বৃষ্টিপাত, উচ্চ তাপমাত্রা, অপরিকল্পিত পানি সংরক্ষণ এবং অপর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থার কারণে এখানে এডিস মশার বংশ বিস্তার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে বরিশাল বিভাগকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে।

বরগুনায় মশার প্রজননস্থল ধ্বংসে কাজ করছে ব্র্যাক

মঙ্গলবার ব্র্যাক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধন কার্যক্রম শুরু করেছে ব্র্যাক। তাদের একটি বিশেষ টিম এডিস মশার উৎসস্থলে ধ্বংস করছে এবং স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে। ১৭ জুন থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৫১০টি বাড়ি পরিদর্শন করে ২ হাজার ১৪১টি সক্রিয় প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস করা হয়েছে।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ডেঙ্গু প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত না থাকলে স্বাস্থ্য ব্যবস্থা বড় ধরনের চাপে পড়বে।

আরও পড়ুন

×