ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

মানবাধিকার কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুম্মিতা, মহাসচিব তৌহিদ 

মানবাধিকার কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুম্মিতা, মহাসচিব তৌহিদ 

সুস্মিতা পাইক ও মোহাম্মদ তৌহিদ খান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫ | ২১:০৮ | আপডেট: ০১ জুলাই ২০২৫ | ২১:১৭

জাতীয় মানবাধিকার কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদে উপপরিচালক সুস্মিতা পাইক এবং মহাসচিব পদে উপপরিচালক মোহাম্মদ তৌহিদ খান নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার কমিশনের প্রধান কার্যালয় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কর্মকর্তাদের উপস্থিতিতে অ্যাসোসিয়েশনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 

এছাড়া সহ-সভাপতি ফারজানা নাজনীন তুলতুল, যুগ্ম মহাসচিব মো. মোজাফ্ফর হোসেন, সাংগঠনিক সম্পাদক নাঈম চৌধুরী, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক তানবিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশরাত জাহান রিক্তা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে দুই জন হলেন রবিউল ইসলাম ও ইমরান হোসেন। ২০২৩ সালের ১৮ জুন এ সংগঠনের যাত্রা শুরু হয়।

আরও পড়ুন

×